মঙ্গলবার, ১১ মার্চ ২০২৫ ।। ২৫ ফাল্গুন ১৪৩১ ।। ১১ রমজান ১৪৪৬

শিরোনাম :

সাময়িক বন্ধ থাকবে আযাদ দ্বীনী এদারার সনদ সংশােধন ও মার্কসিট প্রদানের কাজ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ২৩ মার্চ পর্যন্ত বন্ধ সাময়িকভাবে থাকবে আযাদ দ্বীনী এদারায়ে তা'লীম বাংলাদেশের (কওমি মাদরাসা বাের্ড বাংলাদেশ) বৃত্তি, সনদ, সনদ সংশােধন এবং মার্কসিট প্রদানের কাজ।

বোর্ডের মহাসচিব মাও. আব্দুল বছীর সাক্ষরিত এক  বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে,  এতদ্বারা সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানাে যাচ্ছে যে, ১৪৪৩ হিজরি সনের কেন্দ্রীয় পরীক্ষা সন্নিকটে হওয়ায় ইমতেহান বিভাগের অভ্যন্তরীণ কাজ অত্যাধিক। এজন্য ২৩ মার্চ ২০২২ ঈ. পর্যন্ত ইমতেহান বিভাগে পরীক্ষার কাজ ব্যতীত অন্যান্য কাজ সাময়িক বন্ধ থাকবে।

অতএব প্রত্যাশীগণকে উক্ত তারিখ পর্যন্ত উপরােল্লিখিত কাজের জন্য ইমতেহান বিভাগে না আসার জন্য অনুরােধ করা হলাে।

No description available.

এনটি


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ