শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪ ।। ৫ আশ্বিন ১৪৩১ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
খুলনা জেলা বিএনপির আহ্বায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা নেতানিয়াহুকে হত্যাচেষ্টার অভিযোগে ইসরায়েলি নাগরিক গ্রেপ্তার 'উলামায়ে কেরামদের বাদ দিয়ে দেশের উন্নয়ন অসম্ভব'   নিউইয়র্কে যাদের সঙ্গে বৈঠক হতে পারে প্রধান উপদেষ্টার গাজাজুড়ে ইসরায়েলের নৃশংস হামলা, নারী-শিশুসহ নিহত ২৮ ফিলিস্তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে সকল প্রকার রাজনীতি বন্ধের সিদ্ধান্ত 'ঢাবি ও জাবির হত্যাকাণ্ডে জড়িত খুনীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে' ঢাবিতে যুবক হত্যায় ছাত্রলীগ নেতাসহ ৩ জন আটক কওমী মাদরাসার ছাত্রদেরকে বিসিএস এ অংশগ্রহণের সুযোগ না দেওয়া বৈষম্য: মুফতী ফয়জুল করীম শায়খে চরমোনাই  সাগর-রুনি হত্যার বিচারের দাবিতে ঢাকায় সাংবাদিকদের বিক্ষোভ সমাবেশ

বেফাকের হল পরিদর্শকদের কাছে সবিনয় নিবেদন!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ওয়ালি উল্লাহ আরমান: গত ৯ মার্চ (বুধবার) থেকে শুরু হয়েছে কওমি মাদরাসা শিক্ষাবোর্ড বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের ৪৫তম কেন্দ্রীয় পরীক্ষা। শুক্রবারসহ ৮দিন চলবে পরীক্ষা। এবারের পরীক্ষায় সব ধরণের অনিয়মরোধে ডিজিটাল পদ্ধতি অবলম্বন করতে যাচ্ছে বেফাক।

কওমি মাদরাসারগুলোর সবমিলিয়ে কিতাব বিভাগে ক্লাস হয়েছে পাঁচ মাসের মতো। এর মধ্যে আবার প্রতিষ্ঠানের আভ্যন্তরীণ একটি পরীক্ষা গেছে। তাহলে শুক্রবার ও পরীক্ষা মিলিয়ে ব্যয় হয়েছে প্রায় দেড় মাস। তাহলে ক্লাস হয়েছে সাড়ে তিন মাস।

এটা ঠিক যে, সিলেবাসে কিছু কাটছাঁট হয়েছে। কিন্তু সাধারণত বোর্ড পরীক্ষার প্রশ্ন পাঠ্য কিতাব/পুস্তকের যে অংশ থেকে আসে, সে অংশগুলো ঠিকই সিলেবাসের মধ্যেই ছিলো। তার মানে, পরিশ্রম তাদেরকে পরিপূর্ণ নেসাবের মতোই করতে হয়েছে।

নিশ্চয়ই ছাত্ররা হল পরিদর্শকদের কাছে এমন প্রত্যাশা করেন না যে, তারা কিতাব খুলে অথবা এমনিতেই প্রশ্নের উত্তর বলে দিবেন।
কিন্তু পরীক্ষার হলে মিশকাত জামাতের হেদায়া কিংবা সানুবিয়া উলইয়ার মুখতাসারের মতো কিতাবের প্রশ্ন বুঝিয়ে দেয়ার মতো যোগ্যতা সম্পন্ন অথবা সহনশীল মানসিকতার পরিদর্শক থাকা উচিত। প্রশ্ন না বুঝিয়ে দিলে পরীক্ষার্থী ক্ষতিগ্রস্ত হতে পারে।

করোনার অজুহাতে এবছরও কিন্তু শিক্ষার্থীরা ন্যুনতম কিংবা পর্যাপ্ত সময় ও সুযোগ পায়নি। সততা ও দায়িত্বশীলতা ভালো। কিন্তু অতিরিক্ত দেখাতে গিয়ে শিক্ষার্থীদের উপর যেন জুলুম না হয়, অভিভাবকদের সেটাও লক্ষ্য রাখা উচিত।

-এটি


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ