আওয়ার ইসলাম ডেস্ক: প্রশ্ন: আমি একটি মহল্লায় শিশুদের কুরআন শরিফ পড়াই। এলাকার কেউ যখন মারা যায়, তখন আমাদের ছাত্রদের দিয়ে কুরআন খতম করানো হয়। শেষে তাদের মাঝে মিষ্টি বিতরণ করে। প্রশ্ন হল, এই মিষ্টি খাওয়া ও বিতরণ করা শরিয়তের দৃষ্টিতে কেমন?
পরম করুণাময়, পরম করুণাময় আল্লাহর নামে
ফতোয়াঃ 860-651/M=07/1443
কোরআন তেলাওয়াতের পর মিষ্টি ইত্যাদি খাওয়া থেকে বিরত থাকতে হবে। কেউ মারা গেলে তার জন্য মাগফিরাত কামনা করে দোয়া করা ও যিকির আজকার করে সওয়াব প্রদান করতে হবে।
আর আল্লাহই ভালো জানেন
দারুল ইফতা
দারুল উলূম দেওবন্দ
-এটি