শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪ ।। ৫ আশ্বিন ১৪৩১ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
খুলনা জেলা বিএনপির আহ্বায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা নেতানিয়াহুকে হত্যাচেষ্টার অভিযোগে ইসরায়েলি নাগরিক গ্রেপ্তার ‘উলামায়ে কেরামদের বাদ দিয়ে দেশের উন্নয়ন অসম্ভব’ নিউইয়র্কে যাদের সঙ্গে বৈঠক হতে পারে প্রধান উপদেষ্টার গাজাজুড়ে ইসরায়েলের নৃশংস হামলা, নারী-শিশুসহ নিহত ২৮ ফিলিস্তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে সকল প্রকার রাজনীতি বন্ধের সিদ্ধান্ত 'ঢাবি ও জাবির হত্যাকাণ্ডে জড়িত খুনীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে' ঢাবিতে যুবক হত্যায় ছাত্রলীগ নেতাসহ ৩ জন আটক কওমী মাদরাসার ছাত্রদেরকে বিসিএস এ অংশগ্রহণের সুযোগ না দেওয়া বৈষম্য: মুফতী ফয়জুল করীম শায়খে চরমোনাই  সাগর-রুনি হত্যার বিচারের দাবিতে ঢাকায় সাংবাদিকদের বিক্ষোভ সমাবেশ

জনপ্রিয় যেসব খাবার রাতের আরামদায়ক ঘুমের জন্য ক্ষতিকর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: প্রচণ্ড ক্লান্ত, শুয়েও পড়েছেন রাতে ঘুমানোর জন্য। তবে এপাশ ওপাশ করে সময় গড়িয়ে যাচ্ছে। ঘুম আসছে না কিছুতেই। এভাবে রাত অনেকটা গড়িয়ে গেলেও সকালে সময়মতোই উঠতে হবে। ফলে অপূর্ণ ঘুম নিয়ে দিনের শুরু হল।

রাতে ঘুমটা কেমন হবে তা শুধু সারাদিনের খাটনির ওপর নির্ভর করে তা কিন্তু নয়। সারাদিন কী খেলেন সেটার ওপরেও ঘুম নির্ভর করে অনেকটা।

প্রক্রিয়াজাত কার্বোহাইড্রেট

প্রক্রিয়াজাত ‘কার্বোহাইড্রেট’ শুধু যে কোমরের পরিধি বাড়ায় তা নয়, ঘুমের ওপর এর প্রভাব প্রবল।

ইটদিস ডটকম ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদনে ‘দ্য আমেরিকান জার্নাল অফ ক্লিনিকাল নিউট্রিশন’য়ে প্রকাশিত গবেষণার উদ্ধৃতি দিয়ে জানানো হয়, শর্করা বেশি এরকম খাবার ঘুমের ব্যঘাত ঘটায়।

২০২০ সালে ‘উইমেন্স হেল্থ ইনিশিয়েটিভ অবজারভেশনাল সার্ভে’র অংশ হিসেবে ৭৭,৮৬০ জন রজঃবন্ধ হওয়া নারীকে নিয়ে পর্যবেক্ষণ দেখা যায়, ‘গ্লাইসেমিস ইনডেক্স’য়ের মান যে খাবারগুলোর বেশি সেই খাবারগুলো যারা বেশি খান, সঙ্গে থাকে চিনি ও প্রক্রিয়াজাত শষ্য, তাদের অধিকাংশই অনিদ্রা বা ‘ইনসোমনিয়া’তে আক্রান্ত।

ঝাল ও মসলাদার খাবার

নির্ভেজাল ঘুম চাইলে রাতের খাবারে ঝাল ও মসলাদার খাবার খাওয়া থেকে বিরত থাকা উচিত।

‘ইন্টারন্যাশনাল জার্নাল অফ সাইকোপ্যাথোলজি’তে প্রকাশিত এই বিষয়ক এক গবেষণায় ছয়জন স্বাস্থ্যবান পুরুষ অংশ নেন।

গবেষণায় দেখা যায়, যারা রাতের খাবারে ‘তাবাস্কো সস’ কিংবা ‘মাস্টার্ড’ খেয়েছেন তাদের ওই রাতে ঘুমাতে দেরি হয়েছে। ঘুম বিশ্লেষণ করে দেখা যায় তাদের গভীর ঘুমের মাত্রাও কমেছে।

‘তাবাস্কো সস’ আর ‘মাস্টার্ড’ দুটোই ঝাঁঝাঁলো স্বাদের।

ভাজাপোড়া

এই খাবারগুলো যতই মুখরোচক হোক না কেনো তা যে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর সেটা সবারই জানা। আর গবেষণা বলে সেগুলো ঘুমেরও ক্ষতি করছে।

২০১৬ সালের একটি গবেষণা হয় সেই বিষয়ে। ২৬ জন প্রাপ্তবয়স্ক মানুষ অংশ নেন তাতে, তাদের বয়স ছিল ৩০ থেকে ৪৫ বছরের মধ্যে। আর তারা গড়ে সাত থেকে নয় ঘণ্টা ঘুমান নিয়মিত।

তাদের পর্যবেক্ষণ করে দেখা যায়, খাদ্যাভ্যাস উচ্চমাত্রায় ‘স্যাচুরেইটেড ফ্যাট’ থাকলে ঘুম কমে যায়। সঙ্গে ঘুম ভেঙে যাওয়া এবং ঘুমের মধ্যে অস্থিরতা দেখা দেওয়ার ঘটনাও বেশি।

‘জার্নাল অফ ক্লিনিকাল স্লিপ মেডিসিন’য়ে এই গবেষণা প্রকাশিত হয়।

চকলেট

চা-কফি পান করে যে ঘুম কাটানো হয় তার মূল হোতা হল ‘ক্যাফেইন’, যা চকলেটও থাকে। তবে পরিমাণে কম।

তবে রাতে ঘুমানোর আগে চকলেট কিংবা তা দিয়ে তৈরি কোনো খাবার খাওয়া ঘুমের ক্ষতি করতে পারে। বিশেষ করে ‘ডার্ক’ চকলেট যাতে ‘ক্যাফেইন’য়ের মাত্রা বেশি থাকে।

২০১৩ সালের এক গবেষণা, যা প্রকাশিত হয় ‘জার্নাল অফ ক্লিনিকাল স্লিপ মেডিসিন’য়ে, তাতে বলা হয়, রাতে ঘুমানো ঠিক তিন ঘণ্টা আগে এমনকি ছয় ঘণ্টা আগেও যদি ৪শ’ মি.লি. গ্রাম ‘ক্যাফেইন’ শরীরে প্রবেশ করে, তা ঘুমের উল্লেখযোগ্য মাত্রায় ব্যাঘাত ঘটায়।

এনটি


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ