শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪ ।। ৫ আশ্বিন ১৪৩১ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
খুলনা জেলা বিএনপির আহ্বায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা নেতানিয়াহুকে হত্যাচেষ্টার অভিযোগে ইসরায়েলি নাগরিক গ্রেপ্তার ‘উলামায়ে কেরামদের বাদ দিয়ে দেশের উন্নয়ন অসম্ভব’ নিউইয়র্কে যাদের সঙ্গে বৈঠক হতে পারে প্রধান উপদেষ্টার গাজাজুড়ে ইসরায়েলের নৃশংস হামলা, নারী-শিশুসহ নিহত ২৮ ফিলিস্তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে সকল প্রকার রাজনীতি বন্ধের সিদ্ধান্ত 'ঢাবি ও জাবির হত্যাকাণ্ডে জড়িত খুনীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে' ঢাবিতে যুবক হত্যায় ছাত্রলীগ নেতাসহ ৩ জন আটক কওমী মাদরাসার ছাত্রদেরকে বিসিএস এ অংশগ্রহণের সুযোগ না দেওয়া বৈষম্য: মুফতী ফয়জুল করীম শায়খে চরমোনাই  সাগর-রুনি হত্যার বিচারের দাবিতে ঢাকায় সাংবাদিকদের বিক্ষোভ সমাবেশ

মাইগ্রেনের ব্যাথার কার্যকরী ৬ সমাধান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: মাইগ্রেনের মাথা ব্যথা এতটাই মারাত্মক হতে পারে যে এটি আপনার প্রতিদিনের কাজকর্মকে বিঘ্ন ঘটাতে পারে। মাইগ্রেন সাধারণত পিরিয়ডিক্যালি, অর্থাৎ বিরতি দিয়ে দিয়ে আক্রমণ করে। মাইগ্রেন সাধারণত চার ঘণ্টা থেকে তিন দিন অবধি থাকতে পারে এবং কখনো কখনো তা আরো দীর্ঘ হতে পারে। পুরুষদের তুলনায় মহিলারা তিন গুণ বেশি মাইগ্রেনে আক্রান্ত হয়।

বেশির ভাগ লোকের ১০ থেকে ৪০ বছর বয়সের মধ্যে মাইগ্রেনের মাথা ব্যথা শুরু হয়। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে মাইগ্রেনের প্রকোপ কমে আসে। এমনকি ৫০ বছর বয়সে এসে অনেক মহিলার মাইগ্রেনের প্রকোপ কমতে থাকে বা একেবারে ভালো হয়ে যায়।

কারণ: মাইগ্রেনের মাথা ব্যথার সঠিক কারণগুলো এখনো পরিষ্কারভাবে জানা যায়নি। তবে চিকিৎসকরা মনে করেন, মস্তিষ্কের পরিবর্তনের পাশাপাশি বংশগতির জিনগুলোর সঙ্গে এই ব্যথা সম্পর্কিত।

মানসিক চাপ, পনির, অ্যালকোহল, ফাস্ট ফুড, ক্যাফেইন, আবহাওয়ার পরিবর্তন, ক্লান্তিকর কাজ, উজ্জ্বল আলো, অনিয়মিত খাদ্যাভ্যাস, ঘুমের পরিবর্তন মাইগ্রেনের ট্রিগার হিসেবে কাজ করে।

করণীয়-

ছয়- মাইগ্রেন ট্রিগার শনাক্ত করে তা এড়িয়ে চলা।

পাঁচ- মাথা ব্যথার ডায়েরিতে আপনার লক্ষণগুলো ট্র্যাক করুন, যাতে আপনি কিসে মাইগ্রেনে আক্রান্ত হচ্ছেন, তা নির্ধারণ করতে পারেন।

চার- স্ট্রেস ম্যানেজমেন্ট মাইগ্রেনের আক্রমণ প্রতিরোধ করতে সহায়তা করে।

তিন- যেসব মহিলার প্রায়ই পিরিয়ডের সময় মাইগ্রেনের মাথা ব্যথা হয়ে থাকে তাদের মাইগ্রেনের ওষুধ, সময় করে খাওয়াদাওয়া এবং পর্যাপ্ত বিশ্রাম নিতে হবে।

দুই- বেশির ভাগ রোগী মাইগ্রেনের ব্যথা শুরুর আগে বুঝতে পারে, ওই সময় ব্যথানাশক ওষুধ খেলেই ব্যথা কমে আসে।

এক- যাদের নিয়মিত বিরতি দিয়ে ঘন ঘন মাইগ্রেনের ব্যথা হয় তাদের দীর্ঘমেয়াদি চিকিৎসার প্রয়োজন।


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ