শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪ ।। ৫ আশ্বিন ১৪৩১ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
ইসলামি লেখক ফোরামের বৈঠক অনুষ্ঠিত, আসছে নতুন কর্মসূচি নিজের হাতে আইন তুলে নিলে কঠোর ব্যবস্থা, পুলিশ হেডকোয়ার্টার্স উত্তপ্ত খাগড়াছড়িতে ১৪৪ ধারা জারি খুলনা জেলা বিএনপির আহ্বায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা নেতানিয়াহুকে হত্যাচেষ্টার অভিযোগে ইসরায়েলি নাগরিক গ্রেপ্তার ‘উলামায়ে কেরামদের বাদ দিয়ে দেশের উন্নয়ন অসম্ভব’ নিউইয়র্কে যাদের সঙ্গে বৈঠক হতে পারে প্রধান উপদেষ্টার গাজাজুড়ে ইসরায়েলের নৃশংস হামলা, নারী-শিশুসহ নিহত ২৮ ফিলিস্তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে সকল প্রকার রাজনীতি বন্ধের সিদ্ধান্ত 'ঢাবি ও জাবির হত্যাকাণ্ডে জড়িত খুনীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে'

যেসব সমস্যা থাকলে পেঁপে খাওয়া ঠিক নয়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: পেঁপের পুষ্টিগুণের শেষ নেই। এর মধ্যে এমন কিছু পুষ্টিগুণ রয়েছে যা ডায়াবেটিস থেকে শুরু করে হৃদরোগ , ক্যান্সার পর্যন্ত প্রতিরোধ করতে পারে। এছাড়া এর মধ্যে থাকা বিশেষ কিছু উপাদান শরীরকে নানা সমস্যা থেকে দূর রাখে। এছাড়া পেঁপে হজমের সমস্যাতেও দারুণ কার্যকরী। তাই পেটের সমস্যায় বেশিরভাগ সময়ই পেঁপে খাওয়ার কথা বলা হয়।

পেঁপে নানাভাবে খাওয়া হয়।।কাঁচা পেঁপে যেমন রান্নায় খাওয়া যায়, ঠিক তেমনই পাঁকা পেঁপে এমনিতে কেটে খাওয়া হয়।

পেঁপের পুষ্টিগুণ

পেঁপের মধ্যে ভালো পরিমাণে শক্তি রয়েছে। এছাড়া এতে ফ্যাট, ফাইবার, কার্বোহাইড্রেট, প্রোটিন, ক্যালসিয়াম, আয়রন, ফসফরাস, ম্যাগনেশিয়াম, জিঙ্ক, ম্যাঙ্গানিজ, সেলেনিয়ম, ভিটামিন এ, সি, বি৬, ফোলেট, থায়ামিন, বিটা ক্যারোটিন, নিয়াসিন ইত্যাদি থাকে। বিশেষজ্ঞদের মতে, গুরুত্বপূর্ণ সব উপাদান থাকায় শরীরের বিভিন্ন উপকারে লাগে পেঁপে। তাই পেঁপে প্রতিদিন খাওয়া উচিত। বিশেষত, সুস্থ থাকতে চাইলে অবশ্যই পেঁপে খেতে হবে।

বিশেষজ্ঞরা বলছেন, পেঁপে বেশি খেলেও দেখা দিতে পারে সমস্যা। এছাড়া অনেকের পেঁপে খেলে এমনিই শরীরে জটিলতা তৈরি হয়। আবার অনেকে পেঁপে খাওয়ার পর পানি পান করেন। এর থেকেও দেখা দিতে পারে সমস্যা।

যেসব সমস্যায় পেঁপে খাওয়া ঠিক নয়-

১. পেঁপের মধ্যে ল্যাটেক্স, প্যাপাইন ইপাদান থাকে। এই উপাদান জরায়ুতে সমস্যা তৈরি করতে পারে। তাই গর্ভাবস্থায় অবশ্যই পেঁপে এড়িয়ে চলতে হবে।

২. কিডনি, লিভার, ত্বক ইত্যাদির সমস্যা থাকলে পেঁপে যতটা সম্ভব কম খাওয়া উচিত। এক্ষেত্রে পেঁপের মধ্যে থাকা ভিটামিন সি ও অ্যান্টিঅক্সিডেন্ট কিডনির সমস্যা বাড়াতে পারে বলে বিভিন্ন গবেষণায় প্রমাণ পাওয়া গেছে

৩. ডায়ারিয়া ও পেট ফাঁপার সমস্যাতেও পেঁপে এড়িয়ে যেতে বলা হয়। কারণ এর মধ্যে ভালো পরিমাণে ল্যাক্সেটিভ থাকে।

৪. অনিয়মিত হৃৎস্পন্দন থাকলেও পেঁপে খাওয়া যাবে না। সেক্ষেত্রে সমস্যা আরও বাড়তে পারে।

৫. পেঁপেতে এমন কিছু উপাদান থাকে যা সুগার কমাতে পারে। তাই সুগার কম থাকলে অবশ্যই পেঁপে এড়িয়ে চলুন। কারণ এই অবস্থায় পেঁপে খেলে আরও সমস্যা বাড়তে পারে।

এনটি


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ