শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪ ।। ৫ আশ্বিন ১৪৩১ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
খুলনা জেলা বিএনপির আহ্বায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা নেতানিয়াহুকে হত্যাচেষ্টার অভিযোগে ইসরায়েলি নাগরিক গ্রেপ্তার 'উলামায়ে কেরামদের বাদ দিয়ে দেশের উন্নয়ন অসম্ভব'   নিউইয়র্কে যাদের সঙ্গে বৈঠক হতে পারে প্রধান উপদেষ্টার গাজাজুড়ে ইসরায়েলের নৃশংস হামলা, নারী-শিশুসহ নিহত ২৮ ফিলিস্তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে সকল প্রকার রাজনীতি বন্ধের সিদ্ধান্ত 'ঢাবি ও জাবির হত্যাকাণ্ডে জড়িত খুনীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে' ঢাবিতে যুবক হত্যায় ছাত্রলীগ নেতাসহ ৩ জন আটক কওমী মাদরাসার ছাত্রদেরকে বিসিএস এ অংশগ্রহণের সুযোগ না দেওয়া বৈষম্য: মুফতী ফয়জুল করীম শায়খে চরমোনাই  সাগর-রুনি হত্যার বিচারের দাবিতে ঢাকায় সাংবাদিকদের বিক্ষোভ সমাবেশ

সাইবার হামলার শিকার রাশিয়ার বিভিন্ন সংবাদমাধ্যম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের পরিপ্রেক্ষিতে বিভিন্ন রুশ সংবাদমাধ্যমে সাইবার হামলা করা হয়েছে। সোমবার রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাসসহ এই সংবাদমাধ্যমগুলো হ্যাক করে তাতে যুদ্ধবিরোধী বার্তা লিখে দেয়া হয়েছে।

হ্যাক করা সংবাদমাধ্যমগুলোতে লেখা বার্তায় বলা হয়, ‘প্রিয় নাগরিকগণ, আমরা আপনাদের এই উন্মাদনা বন্ধের আবেদন করছি, নিজেদের সন্তান ও স্বামীদের নিশ্চিত মৃত্যুর মুখে পাঠাবেন না। পুতিন আমাদের মিথ্যা বলেছেন এবং আমাদের বিপদের মধ্যে ফেলেছেন।’

বার্তায় বলা হয়, ‘আমরা সারাবিশ্ব থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছি, তেল ও গ্যাস আর বিক্রি হচ্ছে না। কয়েক বছরের মধ্যেই আমাদের অবস্থা উত্তর কোরিয়ার মতো হবে।’

ওই বার্তায় আরো বলা হয়, ‘আমাদের কেন এর (যুদ্ধের) প্রয়োজন? পুতিনকে পাঠ্যপুস্তকে স্থান দেয়ার জন্য? এটি আমাদের যুদ্ধ নয়, তাকে থামান!’

হ্যাকাররা নিজেদের বিভিন্ন সংবাদমাধ্যমে কাজ করা রুশ সাংবাদিক হিসেবে পরিচয় দিয়েছেন।

এর আগে বৃহস্পতিবার পূর্ব ইউক্রেনে রুশপন্থী বিদ্রোহীদের সহায়তায় রুশ স্থল, নৌ ও বিমান বাহিনীকে পূর্ণমাত্রায় অভিযান চালানোর নির্দেশ দেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

গত ১৭ ফেব্রুয়ারি থেকে পূর্ব ইউক্রেনের রুশপন্থী বিদ্রোহী ও সরকারি বাহিনীর মধ্যে সংঘর্ষ শুরু হয়। এর জেরে সোমবার বিদ্রোহীদের দুই রাষ্ট্র ‘দোনেৎস্ক পিপলস রিপাবলিক’ ও ‘লুহানস্ক পিপলস রিপাবলিক’কে স্বীকৃতি দিয়ে শান্তি রক্ষায় ওই অঞ্চলে সৈন্য পাঠায় রাশিয়া।

পরে বৃহস্পতিবার ইউক্রেনে পূর্ণমাত্রার অভিযানের নির্দেশ দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

সূত্র: সিএনএন।

এনটি


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ