রবিবার, ১০ নভেম্বর ২০২৪ ।। ২৫ কার্তিক ১৪৩১ ।। ৮ জমাদিউল আউয়াল ১৪৪৬


চৌধুরীপাড়া মাদরাসায় পুরস্কার বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আদিয়াত হাসান: রাজধানী ঢাকার চৌধুরীপাড়ার শেখ জনূরুদ্দীন রহ. দারুল কুরআন মাদরাসায় অনুষ্ঠিত হলো পুরস্কার বিতরণ ও দোয়া মাহফিল। এতে পবিত্র বুখারী শরিফের শেষ হাদিসের  দরস প্রদান করেন মাদরাসার মুহতামীম মাওলানা মাহফুজুল হক কাসেমী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মসজিদ-মাদরাসার মুতাওয়াল্লি আলহাজ মুহাম্মদ ইমাদুদ্দীন নোমান।

মাওলানা মুসলিম উদ্দীন ও মুফতী এনায়েত কবীরের যৌথ উপস্থাপনায় অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণীর মেধাবী ও প্রতিভাবান শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেয়া হয়। পাশাপাশি সারাবছর নিয়মিত ক্লাস ও সঠিকভাবে জিম্মাদারী পালনের জন্য উস্তাদদের হাতে শুভেচ্ছা স্মারক তুলে দেওয়া হয়। তাছাড়া মাদরাসার সকল ছাত্রশিক্ষকের পক্ষ থেকে মসজিদ-মাদরাসার মুতাওয়াল্লি আলহাজ মুহাম্মদ ইমাদুদ্দীন নোমানের হাতেও শুভেচ্ছা স্মারক তুলে দেয়া হয়।

অনুষ্ঠানে হাফেজে কুরআন ও এবারের তাকমিল শিক্ষার্থীদের মাথায় সম্মাননা পাগড়ি প্রদান করেন মাদরাসার মুহতামিম মাওলানা মাহফুজুল হক কাসেমী, নায়েবে মুহতামিম ও সিনিয়র মুহাদ্দিস মাওলানা খুরশীদ আলম কাসেমী, মুহাদ্দিস মাওলানা দিলাওয়ার হুসাইন রাশেদ, নাজেমে তালিমাত মাওলানা মুসলিম উদ্দীন, মাওলানা মাহবুবুর রহমান, মাওলানা হাবিবুল্লাহ প্রমূখ উস্তাদগণ।

No description available.

এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ডা. আইনুল ইসলাম, আলহাজ আবুল হোসেন, আলহাজ আখতার হাসান, আলহাজ জয়নাল হোসেন, জনাব নেসার উদ্দীন জুম্মান, জনাব এরশাদ মনসুর, জনাব মুহাম্মদ জাহিদ, জনাব রবিউল ইসলামসহ এলাকার গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ।

উক্ত পুরস্কার বিতরণ ও দোয়া মাহফিলে উপস্থিত শিক্ষার্থী ও আলেমদের উদ্দেশ্যে মাওলানা মাহফুজুল হক কাসেমী বলেন, ইখলাসের সঙ্গে আমাদের ইলমে নবুওয়াতের খেদমত করতে হবে। দ্বীন ও ইসলামের জন্য নিবেদিত হতে হবে। দেশ, জাতি, মানবতা ও ইসলামের সঙ্কটে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। আকাবির ও আসলাফের নকশে কদমে নিজেদের জীবন সাজাতে হবে।

সর্বসাধারণের উদ্দেশ্যে তিনি বলেন, মসজিদ-মাদরাসা দ্বীন ইসলামের কেন্দ্র। উম্মতের দ্বীন রক্ষার শেষ আশ্রয়স্থল। সব সময় নিজের জানমালের কুরবানির জন্য প্রস্তুত থাকা চাই। মসজিদ-মাদরাসার সঙ্গে ইতিবাচক সম্পর্ক রাখতে হবে।

অনুষ্ঠানে কান্না বিজরিত কণ্ঠে মুনাজাত করেন জামিয়া ইকরার শায়খুল হাদিস আল্লামা ফরীদ উদ্দীন মাসউদ। মুনাজাতের আগে ‘ইসলামী জীবন: জীবনপথে আলোর দিশা’গ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়।

-কেএল


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ