শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪ ।। ৫ আশ্বিন ১৪৩১ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
খুলনা জেলা বিএনপির আহ্বায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা নেতানিয়াহুকে হত্যাচেষ্টার অভিযোগে ইসরায়েলি নাগরিক গ্রেপ্তার ‘উলামায়ে কেরামদের বাদ দিয়ে দেশের উন্নয়ন অসম্ভব’ নিউইয়র্কে যাদের সঙ্গে বৈঠক হতে পারে প্রধান উপদেষ্টার গাজাজুড়ে ইসরায়েলের নৃশংস হামলা, নারী-শিশুসহ নিহত ২৮ ফিলিস্তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে সকল প্রকার রাজনীতি বন্ধের সিদ্ধান্ত 'ঢাবি ও জাবির হত্যাকাণ্ডে জড়িত খুনীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে' ঢাবিতে যুবক হত্যায় ছাত্রলীগ নেতাসহ ৩ জন আটক কওমী মাদরাসার ছাত্রদেরকে বিসিএস এ অংশগ্রহণের সুযোগ না দেওয়া বৈষম্য: মুফতী ফয়জুল করীম শায়খে চরমোনাই  সাগর-রুনি হত্যার বিচারের দাবিতে ঢাকায় সাংবাদিকদের বিক্ষোভ সমাবেশ

নাপাক কাপড় পবিত্র করতে তিনবার ধৌত করা কি জরুরি?

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: স্বপ্নদোষ হওয়ার পরে কাপড় পাক করার নিয়ম কি? ৩ বার ধোয়ার কোন বাধ্যবাধকতা আছে? আমি যদি পানির ট্যাপ খুলে তার নিচে পরিষ্কার করি তাহলেও কি ৩ বার আলাদা করে ধুতে হবে, নাকি একবার ধুলেই চলবে? সাবান ব্যবহার কি করতেই হবে?

উত্তর-

যদি পানি প্রবাহিত হতে থাকে, আর তার মাঝে কাপড় হাত দিয়ে পরিস্কার করতে থাকে। এভাবে যদি কাপড়ের নাপাক দূর হবার দৃঢ় বিশ্বাস হয়। তারপর তা ভালো করে নিংড়ে নেবার দ্বারা কাপড় পবিত্র হয়ে যাবে।

শেষবার এমনভাবে নিংড়াবে যে, যাতে করে তা থেকে আর পানি বের না হয়, তাহলে কাপড় পবিত্র হয়ে যাবে।

কাপড় না মলে শুধু পানি প্রবাহিত করার দ্বারা কাপড় পবিত্র হবে না। কাপড় মলার সাথে সাথে নাপাক দূর হবার পর ভালো করে নিংড়ানো জরুরী। এভাবে করলে কাপড় পবিত্র হয়ে যাবে। তিনবার আলাদাভাবে ধৌত করা জরুরী নয়।

তবে পানি প্রবাহমান করে এভাবে না ধৌত করলে তিনবার ধৌত করে তিনবারই পানি নিংড়ানো জরুরী। নতুবা কাপড় পবিত্র হবে না। সাবান ব্যবহার জরুরি নয়। কিন্তু নাপাক দূর করা জরুরী। সূত্র আহলে হক মিডিয়া।

فلو زالت عينها بمرة اكتفى بها ولو لم تزل بثلاثة تعسل الى أن تزول (الفتاوى الهندية-1/42)

(وَ) قُدِّرَ (بِتَثْلِيثِ جَفَافٍ) أَيْ: انْقِطَاعِ تَقَاطُرٍ (فِي غَيْرِهِ) أَيْ: غَيْرِ مُنْعَصِرٍ مِمَّا يَتَشَرَّبُ النَّجَاسَةَ وَإِلَّا فَبِقَلْعِهَا كَمَا مَرَّ، وَهَذَا كُلُّهُ إذَا غُسِلَ فِي إجَّانَةٍ، أَمَّا لَوْ غُسِلَ فِي غَدِيرٍ أَوْ صُبَّ عَلَيْهِ مَاءٌ كَثِيرٌ، أَوْ جَرَى عَلَيْهِ الْمَاءُ طَهُرَ مُطْلَقًا بِلَا شَرْطِ عَصْرٍ وَتَجْفِيفٍ وَتَكْرَارِ غَمْسٍ هُوَ الْمُخْتَارُ (الدر المختار مع رد المحتار-1/541-543، زكرريا، 1/332-333، سعيد)

الثوب النجس إذا غسل ثلاثا وعصر فى كل مرة، ثم تقاطر منه قطرة فأصاب شيئا قال ينظر إن عصر فى المرة الثالثة عصرا بالغ فيه حتى صار بحال لو عصر لم يسل منه الماء فالثوب طاهر واليد طاهرة، وما تقاطر طاهر، وإن لم يبالغ فى العصر بالمرة الثالثة وكان الثوب بحال لو عصر سال فالثوب نجس واليد نجس وما تقاطر نجس (المحيط البرهانى-1/379)

-কেএল


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ