শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪ ।। ৫ আশ্বিন ১৪৩১ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
খুলনা জেলা বিএনপির আহ্বায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা নেতানিয়াহুকে হত্যাচেষ্টার অভিযোগে ইসরায়েলি নাগরিক গ্রেপ্তার ‘উলামায়ে কেরামদের বাদ দিয়ে দেশের উন্নয়ন অসম্ভব’ নিউইয়র্কে যাদের সঙ্গে বৈঠক হতে পারে প্রধান উপদেষ্টার গাজাজুড়ে ইসরায়েলের নৃশংস হামলা, নারী-শিশুসহ নিহত ২৮ ফিলিস্তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে সকল প্রকার রাজনীতি বন্ধের সিদ্ধান্ত 'ঢাবি ও জাবির হত্যাকাণ্ডে জড়িত খুনীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে' ঢাবিতে যুবক হত্যায় ছাত্রলীগ নেতাসহ ৩ জন আটক কওমী মাদরাসার ছাত্রদেরকে বিসিএস এ অংশগ্রহণের সুযোগ না দেওয়া বৈষম্য: মুফতী ফয়জুল করীম শায়খে চরমোনাই  সাগর-রুনি হত্যার বিচারের দাবিতে ঢাকায় সাংবাদিকদের বিক্ষোভ সমাবেশ

সে দিনের ঘটনা নিয়ে যা বললেন সাহসী ‘মুসকান খান’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

।।কাউসার লাবীব।।

ভারতের কর্ণাটক পিইএস কলেজ মান্ডিয়ার ছাত্রী মুসকান তার শিক্ষাঙ্গণে প্রবেশের সময় গেরুয়া বাহিনীর কাছে উপহাসের শিকার হোন। উগ্র হিন্দুত্ববাদী নানা স্লোগানে তাকে ভয় দেখানোর চেষ্টা করেন তারা, কিন্তু ছাত্রী ভড়কে না গিয়ে উল্টো সাহসী এক প্রতিবাদ করেছেন। ধ্বনি তোলেন ‘আল্লাহু আকবার’। সাহসী স্বরে ধ্বনি তুলতে তুলতে শ্রেণিকক্ষে প্রবেশ করেন ওই ছাত্রী।

উক্ত ঘটনা নিয়ে মুসকান বলেন, ওই পরিস্থিতিতে আমি ভীত ছিলাম না। আসলে আমি কলেজে গিয়েছিলাম অ্যাসাইনমেন্ট জমা দিতে। তারা আমাকে ঢুকতে দিচ্ছিল না কারণ আমি বোরকা পরেছিলাম। শিক্ষা আমাদের অধিকার। তারা আমাদের অধিকারকে নষ্ট করছে।

তিনি বলেন, তারা জয় শ্রী রাম চিৎকার করতে শুরু করে। তাই আমি আল্লাহু আকবারের ধ্বনি তুলি। কলেজের অধ্যক্ষ ও প্রভাষকরা আমাকে সমর্থন করেছিলেন এবং আমাকে তাদের আক্রমণ থেকে রক্ষা করেছিলেন।"

জয় শ্রী রাম আওয়াজ তোলা যুবকদের বিষয়ে মুসকান বলেন, আমি এই কলেজের শিক্ষার্থী হিসাবে প্রায় সব শিক্ষার্থীই আমার পরিচিত। কিন্তু তখন জয় শ্রী রাম ধ্বনি তোলা দলের মাত্র ১০ শতাংশ যুবককে আমি চিনতে পেরেছি। এছাড়া বাকি ৯০ শতাংশই ছিল বহিরাগত।

মুসকান আরো বলেন, হিজাব আমাদের স্বাভাবিক পোশাকের একটি অংশ। কলেজের অধ্যক্ষ কখনো হিজাবের বিরুদ্ধে কিছু বলেননি। বহিরাগতরাই এটি শুরু করেছে। কিন্তু তাদের এ আন্দোলনের ফলে অধ্যক্ষ আমাদের বোরকা না পরার কথা বলছেন। আমরা তা কখনোই মেনে নেবো না। হিজাবের জন্য প্রতিবাদ অব্যাহত রাখব। লড়াই চালিয়ে যাবো।

গতকাল ঘটে যাওয়া ওই ঘটনার কারণে তিনি নিজের নিরাপত্তা নিয়ে শঙ্কায় আছেন কী না জানতে চাইলে মুসকান বলেন, আমার অনেক হিন্দু বন্ধুরা আমাদের সমর্থন করেছে। একদল সুবিধাবাদি ছাড়া সবাই আমাদের বলছেন ‘আমরা আপনাদের সাথে আছি’। তাই আমি নিজের নিরাপত্তা নিয়ে শঙ্কিত নই। আমরা আমাদের প্রতিবাদ চালিয়ে যাব কারণ হিজাব পরা একজন মুসলিম মেয়ের অধিকার। সূত্র- এনডিটিভি

-কেএল


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ