শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪ ।। ৫ আশ্বিন ১৪৩১ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
খুলনা জেলা বিএনপির আহ্বায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা নেতানিয়াহুকে হত্যাচেষ্টার অভিযোগে ইসরায়েলি নাগরিক গ্রেপ্তার 'উলামায়ে কেরামদের বাদ দিয়ে দেশের উন্নয়ন অসম্ভব'   নিউইয়র্কে যাদের সঙ্গে বৈঠক হতে পারে প্রধান উপদেষ্টার গাজাজুড়ে ইসরায়েলের নৃশংস হামলা, নারী-শিশুসহ নিহত ২৮ ফিলিস্তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে সকল প্রকার রাজনীতি বন্ধের সিদ্ধান্ত 'ঢাবি ও জাবির হত্যাকাণ্ডে জড়িত খুনীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে' ঢাবিতে যুবক হত্যায় ছাত্রলীগ নেতাসহ ৩ জন আটক কওমী মাদরাসার ছাত্রদেরকে বিসিএস এ অংশগ্রহণের সুযোগ না দেওয়া বৈষম্য: মুফতী ফয়জুল করীম শায়খে চরমোনাই  সাগর-রুনি হত্যার বিচারের দাবিতে ঢাকায় সাংবাদিকদের বিক্ষোভ সমাবেশ

আল আমীন আজহারের কবিতা: হে মদিনাওয়ালা!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

হে মদিনাওয়ালা!
আল আমীন আজহার

আমি বারবার, বহুবার যেতে চেয়েছি
তোমার শহরে- হে মদিনাওয়ালা!

কিন্তু তারা আমাকে যেতে দেয়নি।

আমি চেয়েছিলাম-
তোমার শহরের মখমল বায়ুতে প্রাণভরে নিঃশ্বাস নেব,
তোমার নগরের গোধূলি নামা সন্ধ্যায়-
একটি রাত পোহাবো।
আমি চেয়েছিলাম-
তোমার শিওরে দাঁড়িয়ে প্রাণভরে সালাম দিব
কিন্তু হে মদিনাওয়ালা! তারা আমাকে যেতে দেয়নি!

আমি চেয়েছিলাম-
হেরা পর্বতের সেই অন্ধকার গুহায়
ঐশী আলোতে ইকরার ধ্বনিতে প্রতিধ্বনিতে মুখরিত হবো,
তায়েফের ময়দানে
আঘাতে আঘাতে তোমার বদন থেকে ঝরে পড়া
পবিত্র খুনের ঘ্রাণ নিব
আমি চেয়েছিলাম-
বদরের প্রান্তরে দাঁড়িয়ে দেখব -সেদিন
তলোয়ারের ঝলকানিতে কিভাবে সূর্যের আলো মলিন হয়ে গিয়েছিল
কিন্তু তারা আমাকে যেতে দেয়নি হে মদিনাওয়ালা!
পথ রোধ করে আমাকে আটকে দিয়েছিল!

আমি চেয়েছিলাম-
তোমার হেঁটে চলা পথের ধুলো মেখে কোটি প্রাণের ভিড়ে আমিও পবিত্র হব
স্বপ্ন দেখেছিলাম-
আমিও পান করবো সুফফা নগরীর আবে জমজম
কিন্তু আমার স্বপ্ন বাস্তবায়িত হয়নি!
আমার কোন আশা পূরণ হয়নি!
তারা আমার কোন আশায় পূরণ হতে দেয়নি।

তারা আমার সব পথ রোধ করে দিয়েছিল-
পানিপথের জলযানগুলো আক্রোশের হাতুড়ি পিটিয়ে তলিয়ে দিয়েছিল,
আকাশপথের উড়ন্ত বিমানগুলোকে
হিংসার অনলে জ্বালিয়ে ভষ্ম করে দিয়েছিল,
তারা স্থলপথের যন্ত্রগুলোকেও রোলারের নিচে পিষে দিয়েছিল।
আমার হেঁটে চলার পথ রোধ করে
তারা রাস্তার মোড়ে মোড়ে পুঁতে দিয়েছিল মাইন!

বিনিময়ে তারা সাজিয়ে দিয়েছিল-
পূজারীর মন্দির!
যেখানে-
গোলাপের পাপড়ি ছড়িয়ে রোজ রোজ সাজানো হয়
অবৈধ সুখের বাসর,
বাজানো হয় পূজারীদের ধর্ম-জলাঞ্জলির সুখ বিলাসের গান
পূজারীদের উদ্দাম নৃত্যে ভারী হয়ে ওঠে বাসর মন্দিরের কলুষিত বায়ু!

তবুও তারা তোমার প্রেমের জারি গান গায়
আত্মপরিচয়ে তারা মন্দিরের পূজারী-খাদেম-বাউল।

তাদের সেই নির্লাজ কালো পঙ্কিলতায়
শ্বাসরুদ্ধ হয়ে মরে গিয়েও আমি বেঁচে আছি
তোমার প্রেমের ভারী বর্ষণের অপেক্ষায়! হে মদিনাওয়ালা!

ধূ ধূ মরুর উত্তপ্ত সাহারা
তোমার প্রেমের ভারী বর্ষণে ঠিকই একদিন তৃপ্ত হবে।
সজীব হয়ে উঠবে হৃদয়ের তৃষিত আঙ্গিনা!

মদিনাওয়ালা!
সেই দিন সালাম দিব তোমার শিয়রে দাঁড়িয়ে।
প্রাণভরে সালাম দেবে সেইদিন তোমাকে!

হয়তো সেদিন কোন পূজারী থাকবে না!
মন্দিরগুলোও উজাড় হয়ে পড়বে পূজারীর অভাবে!
কিন্তু সেইদিন আসবে।
সেইদিন শোকবিলাসের গান শুনাবো।
তখন কেউ বাধা দেবে না।
বাধা দেওয়ার কেউ থাকবেনা।


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ