আদিয়াত হাসান: দেশের ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান দারুল উলুম মাদানীনগর ঢাকা কর্তৃক আয়োজিত আত্মশুদ্ধিমূলক দ্বীনি মাহফিল ‘ইছলাহী জোড়-২২’ স্থগিত করা হয়েছে।
মঙ্গলবার রাতে মাদরাসার এক খাস বৈঠকে সম্মেলন স্থগিতের এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে একাধিক সূত্রে জানা গেছে।
বাংলাদেশ ও ভারতে কোভিড-১৯ পরিস্থিতি অবনতির দিকে যাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনা করে উক্ত সম্মেলনের প্রধান মেহমান জমিয়তে ওলামায়ে হিন্দের সভাপতি, দারুল উলুম দেওবন্দের সদরুল মুদাররিসীন আল্লামা সায়্যিদ আরশাদ মাদানী বাংলাদেশ সফর স্থগিত করার পর মাদানীনগর মাদরাসার এ সিদ্ধান্ত এলো।
এছাড়া মাদানীনগর হযরতের ভাগ্নি জামাতা ও মুগদা মারকাজুল ফোরকান আইডিয়াল মাদরাসার পরিচালক মাওলানা আব্দুল্লাহ’র সূত্রে জানা যায়, মহামারী করোনার প্রাদুর্ভাব বেড়ে যাওয়ায় আজ বৃহস্পতিবার ( ১৩জানুয়ারি) থেকে দেশব্যাপী জারি হওয়া সরকারী বিধি-নিধেষের জন্য এই ইছলাহী জোড় আপাতত স্থগিত করা হয়েছে।
দেশের সার্বিক পরিস্থিতি স্বাভাবিক হলে নতুন তারিখ ঘোষণা করে এই মজলিসের আয়োজন করার সম্ভাবনা রয়েছে বলেও জানান তিনি।
-কেএল