শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪ ।। ৫ আশ্বিন ১৪৩১ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
খুলনা জেলা বিএনপির আহ্বায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা নেতানিয়াহুকে হত্যাচেষ্টার অভিযোগে ইসরায়েলি নাগরিক গ্রেপ্তার ‘উলামায়ে কেরামদের বাদ দিয়ে দেশের উন্নয়ন অসম্ভব’ নিউইয়র্কে যাদের সঙ্গে বৈঠক হতে পারে প্রধান উপদেষ্টার গাজাজুড়ে ইসরায়েলের নৃশংস হামলা, নারী-শিশুসহ নিহত ২৮ ফিলিস্তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে সকল প্রকার রাজনীতি বন্ধের সিদ্ধান্ত 'ঢাবি ও জাবির হত্যাকাণ্ডে জড়িত খুনীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে' ঢাবিতে যুবক হত্যায় ছাত্রলীগ নেতাসহ ৩ জন আটক কওমী মাদরাসার ছাত্রদেরকে বিসিএস এ অংশগ্রহণের সুযোগ না দেওয়া বৈষম্য: মুফতী ফয়জুল করীম শায়খে চরমোনাই  সাগর-রুনি হত্যার বিচারের দাবিতে ঢাকায় সাংবাদিকদের বিক্ষোভ সমাবেশ

মুফতি তাকি উসমানীর ধারাবাহিক আত্মজীবনী ইয়াদেঁ থেকে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

[জামিয়া দারুল উলুম করাচির মুখপাত্র ‘ماہنامہ البلاغ মাহনামা আল-বালাগ’ এ ধারাবাহিকভাবে প্রকাশিত বিশ্বনন্দিত আলেম, স্কলার আল্লামা তাকি উসমানির আত্মজীবনী আওয়ার ইসলামে ধারাবাহিকভাবে প্রকাশ হচ্ছে আলহামদুলিল্লাহ।

এ বিষয়ে আল্লামা তাকি উসমানি আনুষ্ঠানকিভাবে আওয়ার ইসলামকে ভাষান্তর করে প্রকাশের অনুমতি দিয়েছেন। গত ২ জানুয়ারি জামিয়া দারুল উলুম করাচির তাখাসসুস ফিল ইফতার শিক্ষার্থী, আওয়ার ইসলাম টোয়েন্টিফোর ডটকমের শুভাকাঙ্ক্ষি উমর ফারুক ইবরাহীমীর মাধ্যমে আল্লামা তাকি উসমানি ও পত্রিকা কর্তৃপক্ষের কাছে আত্মজীবনী ‘ইয়াদে’ অনুবাদের অনুমতি চাওয়া হলে তারা খুশি মনে রাজি হন এবং আওয়ার ইসলামকে ধন্যবাদ জানান বাংলাভাষায় ইসলামের প্রচার ও প্রসারের জন্য।

আল্লামা তাকি উসমানির নতুন ধারাবাহিক আত্মজীবনী یادیں ইয়াদেঁ  মাহনামা আল-বালাগে সফর ১৪৩৯ হিজরি, নভেম্বর ২০১৭ ইংরেজি মাস থেকে। আওয়ার ইসলামে লেখাটি প্রতি রোববার ও বুধবার প্রকাশ হবে ইনশাল্লাহ। আজ ছাপা হলো ৫৩ তম কিস্তি। অনুবাদ করেছেন মুহাম্মদ উমর ফারুক ইবরাহীমী।]


পূর্ব প্রকাশের পর: আমার কবিতার প্রতিউত্তরে লেখা ছোট আপার কবিতা। ছোট আপা করাচি আমাদের বাসায় বেড়াতে আসলে আমি তাকে উপরোক্ত কবিতাটি আবৃত্তি করে শোনাই। তিনি তখন আবেগাপ্লুত হয়ে উঠেন। পরবর্তীতে তিনি লাহোরে নিজ শক এশুর বাড়ি ফিরে গিয়ে ঠিকই মাত্রা ও ছন্দে আমাকে আরেকটি কবিতা লিখে পাঠান। প্রতিউত্তর মূলক তার সে কবিতাটি ছিল নিম্নরূপ:

ছোট ভাই! শিরোনাম তুমি আমার এ কবিতার- চোখের শীতলতা, আত্মার প্রশান্তি মোর হৃদয় বাগিচার।
পিত্রালয়ে তুমি সমুদয় আনন্দ-স্ফূর্তির বিশ্বস্ত অনুচর-
অনিন্দ্য পুষ্পোদ্যানের সুবাসিত কুসুম তুমি, ঘনিষ্ঠ সহচর।
তুমি চোখের শীতলতা, প্রশান্তি তুমি পিতার মনের-
একান্ত প্রীতির আয়োজন তুমি মাতৃহৃদয়ের।

ভাইদের তপ্ত-তাজা ধমনিতে তুমি প্রাণের উত্তাপ- বোনদের হৃদয় গহীনে তুমি অসীম প্রতাপ।

সর্ব অনুজ, সবার প্রীতিভাজন তুমি, তুমিই চিত্ত-প্রাণ-
হৃদয়ে সবার রাজত্ব তোমার যেন বাদশা সুলাইমান।

তোমার দর্শনে হয় অবসান যত কষ্ট হৃদয়ের-
ঘুচে যায় সকল দুঃখ-বেদনা জমে থাকা মনের।

কাছে পেলে তোমায় নিমিষেই ভুলে যাই হাজারো বেদনা, অশ্রুপাত-
অস্তির কাননে আমার বসন্ত আনে, আলোড়ন তোলে, হই বিমুগ্ধ-মাত।

তোমার সংস্রবে হেসে উঠে শত-শহস্র আশার মুকুল-
পুস্পোদ্যান সেথা তুমি, যেথা সুরভি ছড়ায় অনিন্দ্য বকুল।

হৃদয়ে তোমার ইলমের জ্যোতি, নূরের ফোয়ারা, জ্ঞানদর্পণ-
চলে অবিরত পাঠদান সেথা যেন জীবন্ত বিদ্যানিকেতন।

অজ্ঞতা ও অবিশ্বাসের ঘোর অমানিশার মাঝে দীপ্ত মশাল তুমি-
আলোকিত হোক তব জ্ঞানের আলোয় আমার জন্মভূমি।
প্রশংসা কেবলই মহান রবের তরে যার অমূল্য দান তুমি-
শেষ কথা ভাই, মেহেরবান খোদার অপার কৃপা সবি।

-এটি


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ