শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪ ।। ৫ আশ্বিন ১৪৩১ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
খুলনা জেলা বিএনপির আহ্বায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা নেতানিয়াহুকে হত্যাচেষ্টার অভিযোগে ইসরায়েলি নাগরিক গ্রেপ্তার ‘উলামায়ে কেরামদের বাদ দিয়ে দেশের উন্নয়ন অসম্ভব’ নিউইয়র্কে যাদের সঙ্গে বৈঠক হতে পারে প্রধান উপদেষ্টার গাজাজুড়ে ইসরায়েলের নৃশংস হামলা, নারী-শিশুসহ নিহত ২৮ ফিলিস্তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে সকল প্রকার রাজনীতি বন্ধের সিদ্ধান্ত 'ঢাবি ও জাবির হত্যাকাণ্ডে জড়িত খুনীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে' ঢাবিতে যুবক হত্যায় ছাত্রলীগ নেতাসহ ৩ জন আটক কওমী মাদরাসার ছাত্রদেরকে বিসিএস এ অংশগ্রহণের সুযোগ না দেওয়া বৈষম্য: মুফতী ফয়জুল করীম শায়খে চরমোনাই  সাগর-রুনি হত্যার বিচারের দাবিতে ঢাকায় সাংবাদিকদের বিক্ষোভ সমাবেশ

বাংলাদেশ খেলাফত মজলিস যুক্তরাজ্য শাখার কমিটি গঠিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: বাংলাদেশ খেলাফত মজলিস যুক্তরাজ্য শাখার শূরার অধিবেশন কেন্দ্রীয় সমাজ কল্যাণ সম্পাদক ও যুক্তরাজ্য শাখা সভাপতি শায়খুল হাদীস প্রিন্সিপাল মাওলানা রেজাউল হক এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুফতি ছালেহ আহমদের পরিচালনায় সম্প্রতি লন্ডন প্লাস্টো জামেয়া ইসলামিয়া মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

শুরা সম্মেলনে কেন্দ্র মনোনীত নির্বাচন কমিশনার যুক্তরাজ্য শাখার উপদেষ্টা শায়খ মাওলানা তরিকুল্লাহ ও শায়খুল হাদিস মুফতি আব্দুর রহমান উপস্থিত থেকে শাখা পূনর্গঠন কার্যক্রম পরিচালনা করেন।

যুক্তরাজ্যের বিভিন্ন শাখা ও শহর থেকে আগত বিপুল সংখ্যক শুরা সদস্যের উপস্থিতিতে গোপন ব্যালটে ২০২১-২২ ইং সেশনের জন্য শাইখুল হাদীস প্রিন্সিপাল মাওলানা রেজাউল হক সভাপতি, মুফতি ছালেহ আহমদ সাধারণ সম্পাদক ও মাওলানা ফজলুল হক কামালী বায়তুলমাল সম্পাদক নির্বাচিত হন।

বাংলাদেশ খেলাফত মজলিস যুক্তরাজ্য শাখার ৩১ সদস্য বিশিষ্ট নির্বাহী কমিটি ও ১৪ সদস্য বিশিষ্ট উপদেষ্টা পরিষদ অনুমোদন করেছে কেন্দ্রীয় সংগঠন। গত ১৩ নভেম্বর ২১ইং সংগঠনের ভারপ্রাপ্ত মহাসচিব মাওলানা আবদুল আজিজ নতুন কমিটির এ অনুমোদন পত্রে স্বাক্ষর করেন।
বাংলাদেশ খেলাফত মজলিস যুক্তরাজ্য শাখার ২০২১-২০২২ সেশনের নির্বাহী পরিষদের দায়িত্বশীলগণ হচ্ছেন- সভাপতি- শায়খুল হাদীস প্রিন্সিপাল মাওলানা রেজাউল হক, সহ সভাপতি মাওলানা শায়খ ফয়েজ আহমদ, আলহাজ্ব মাওলানা আতাউর রহমান, মাওলানা আব্দুস সালাম, আলহাজ্ব ইউসুফ আবদুল্লাহ নাজির, হাফিজ মাওলানা শায়খ ইকবাল হোসাইন, হাফিজ মাওলানা শায়খ ছালেহ আহমদ, মাওলানা শায়খ ছালেহ আহমদ হামিদী ও মাওলানা মুহাম্মদ শাহনূর মিয়া, সাধারণ সম্পাদক মুফতি ছালেহ আহমদ, সহ সাধারণ সম্পাদক ব্যারিস্টার মাওলানা বদরুল হক, মাওলানা জাহাঙ্গীর খান।

মাওলানা শায়খ নাজিম উদ্দিন, মাওলানা মুছলেহ উদ্দিন ও মাওলানা ছাদিকুর রহমান, মাওলানা মিছবাহুজ্জামান হেলালী, সহ সাংগঠনিক সম্পাদক হাফিজ সৈয়দ শিহাব উদ্দিন, বাইতুলমাল সম্পাদক মাওলানা ফজলুল হক কামালী, সহ বায়তুল মাল সম্পাদক মাওলানা আবুল কালাম, প্রশিক্ষণ সম্পাদক শায়খ মাওলানা সৈয়দ মশহুদ হুসেন, সহ প্রশিক্ষণ সম্পাদক মুফতী সালাতুর রহমান মাহবুব, প্রচার সম্পাদক মাওলানা মুহাম্মদ আল আমিন, সহ প্রচার সম্পাদক মাওলানা মুহিবুর রহমান মাছুম, সমাজ কল্যাণ সম্পাদক মাওলানা আজিজুর রহমান, সহ সমাজ কল্যাণ সম্পাদক মাষ্টার ফজল উদ্দিন, নির্বাহী সদস্য মাওলানা বুরহান উদ্দিন বাহার, হাফিজ মুন্জুরুল হক, ক্বারী মাওলানা আব্দুল জলিল, হাফিজ শহির উদ্দিন, আলহাজ্ব মুহাম্মদ আলী, আলহাজ্ব মুহাম্মদ মিয়া।

সম্মানিত উপদেষ্টাবৃন্দ হলেন- শায়খ মাওলানা তরিকুল্লাহ (লন্ডন), শায়খুল হাদিস মুফতি আবদুর রহমান (লন্ডন), মাওলানা আশরাফ আলী শিকদার (ব্রাডফোর্ড), মাওলানা আবদুল জলিল (ব্রাডফোর্ড), মাওলানা আবদুর রহমান (ক্যামব্রিজ), মাওলানা সামছুদ্দিন (বার্মিংহাম), শায়খ মাওলানা ইয়াহয়া (ওল্ডহাম), হাফিজ জালাল উদ্দিন (ব্রাডফোর্ড), মাওলানা নুরুল হক আমিনী (নিউক্যাসেল), মুফতী হাবীব নূহ (রাইছলীপ), মাওলানা সাদেক আহমদ (লন্ডন), মুফতি ছাফির উদ্দিন, মুফতী শামীম মুহাম্মদ (ম্যানচেস্টার), হাফিজ মাওলানা ইউসূফ সালেহ (লন্ডন)।

-এটি


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ