শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪ ।। ৬ আশ্বিন ১৪৩১ ।। ১৮ রবিউল আউয়াল ১৪৪৬


আমরা গুনাহ করি কেন?

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

সাখাওয়াত রাহাত।।

আল্লামা ইবনুল কায়্যিম রহ. মানুষের গুনাহ করার তিনটি কারণ উল্লেখ করেছেন। ১. অহংকার; এটার কারণে ইবলিস অধঃপতিত হয়েছিল।
২. লালসা; যেটার কারণে আদম আলাইহিস সালাম জান্নাত থেকে বিতাড়িত হয়েছিলেন। ৩. ঈর্ষা; যা আদমের পুত্রকে তার ভাইকে হত্যায় প্ররোচিত করেছিল। আল ফাওয়াইদ, ১/৫৮।

খেয়াল করলে দেখবেন—পৃথিবীতে হয়তো এমন কোনো গুনাহ নেই যা এই তিনটির কোনোটি থেকেই উৎসারিত হয় না। অর্থাৎ সকল গুনাহের মূল এই তিনটিই।

কেউ জুলুম করছে? 'কখনোই আমার পতন হবে না'— এই অহংকার থেকেই করছে। কেউ ব্যভিচার করছে? এর পিছনে রয়েছে লালসা।
কেউ কালো জাদু করছে? বেশিরভাগই এর পিছনে কাজ করে ঈর্ষা।

এক হিসেবে চিন্তা করলে গুনাহ থেকে বাঁচা খুব সহজ। এই তিনটি থেকে বেঁচে থাকলেই তো হয়! কিন্তু আমরা মানুষ বলেই— এই তিনটি থেকে বেঁচে থাকা আমাদের জন্য কঠিন তো বটেই, অসম্ভবের কাছাকাছি ব্যাপার। আল্লাহ তায়ালা আমাদের রক্ষা করুন।

-এটি


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ