বুধবার, ১২ মার্চ ২০২৫ ।। ২৬ ফাল্গুন ১৪৩১ ।। ১২ রমজান ১৪৪৬

শিরোনাম :
তারাবি নিয়ে ১০ হাফেজের অনুভূতি ও অভিজ্ঞতা ফয়যে বর্ণভী সাবাহী মক্তব বোর্ডের ফলাফল প্রকাশ; পাসের হার ৯৯.৪৯% জাতীয় ঐক্য ছাড়া ফ্যাসিবাদকে বিলোপ করা সম্ভব নয়: নাহিদ ইসলাম ফেসবুকে উপদেষ্টা মাহফুজের ‘মব’ নিয়ে পোস্ট, যা বলল ঢাবি ছাত্রশিবির ইফতা, আদবসহ বিভিন্ন বিভাগে ভর্তি নিচ্ছে উত্তরার মাদরাসাতুল আযহার লালমাটিয়ায় দুই তরুণীকে সিগারেট খেতে না করা সেই রিংকুকে গ্রেফতার ‘অপরাধের সাম্প্রতিক ব্যাপকতার পেছনে পরাজিত শক্তির রাজনীতি ক্রিয়াশীল' একদিনে ২৯ হাজার কুরআনের কপি বিতরণ সৌদি আরবের ‘দ্রুত বিচার আইনের মাধ্যমে ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে’ নির্মাণাধীন ভবনের কাঠ পড়ে মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু 

ঢাবি ও গুচ্ছের পর এবার ইবিতেও ১ম মাদরাসা শিক্ষার্থী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

রফিকুল ইসলাম জসিম।। ঢাকা বিশ্ববিদ্যালয়ের খ-ইউনিট ও গুচ্ছ ভর্তি পরীক্ষার খ-ইউনিটে প্রথম হয়েছিলেন রাজধানীর ডেমরায় অবস্থিত দারুন নাজাত সিদ্দিকিয়া কামিল মাদরাসার দুই শিক্ষার্থী জাকারিয়া ও সাফওয়ান। এবার ইসলামী বিশ্ববিদ্যালয়ের ধর্মতত্ত্ব ও ইসলামী শিক্ষা অনুষদভূক্ত ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষাতেও প্রথম স্থান অধিকার করেছেন প্রতিষ্ঠানটির আর এক শিক্ষার্থী আহবাবুর রহমান বায়েজিদ।

মঙ্গলবার (৯ নভেম্বর) ইবির ধর্মতত্ত্ব ও ইসলামী শিক্ষা অনুষদভূক্ত ‘ডি’ ইউনিটের অধীন ২০২০-২১ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত হয়। এতে মোট পরীক্ষা দিয়েছিলেন ১ হাজার ১৪০ জন। যার মধ্যে পাশ করেছেন ৬৬৮ জন।

এতে প্রথম স্থান অধিকার করেছেন, আহবাবুর রহমান বায়েজিদ ও দ্বিতীয় স্থান অধিকার করেছেন, কামরুল ইসলাম সালেহী এবং তৃতীয় স্থান অধিকার করেছেন, মোঃ মেহেদী হাসান। তারা তিনজনই রাজধানীর ডেমরায় দারুন নাজাত সিদ্দিকিয়া কামিল মাদরাসার শিক্ষার্থী।

প্রতিষ্ঠানটি থেকে শিক্ষার্থীদের সাফল্যের কারণ সম্পর্কে মাদরাসাটির প্রিন্সিপাল আখম আবুবকর সিদ্দিকের কাছে জানতে চাইলে তিনি গণমাধ্যমকে বলেন “আল্লাহর মেহেরবানি, মানুষের দোয়া, ছাত্রদের চেষ্টাতেই সম্ভব হয়েছে। আমরা যেন এই ধারাবাহিকতা ভবিষ্যতে ধরে রাখতে পারি সে জন্য দোয়া করবেন।”

ঢাবি ও গুচ্ছের পরে এবার ইবির ভর্তি পরীক্ষায় প্রথম হওয়ার খবরে ফেসবুকে প্রশংসার ঝড় উঠেছে। মাদ্রাসার শিক্ষার্থীরাও যেকোন প্রতিযোগিতায় সবার আগে থাকতে পারে, তার বাস্তব প্রমাণ দারুন নাজাত মাদরাসা ও তার শিক্ষার্থীরা। তাই অনেকেই মাদরাসা শিক্ষাকে অবহেলা না করারও অনুরোধ জানান।

-এটি


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ