শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪ ।। ৫ আশ্বিন ১৪৩১ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
খুলনা জেলা বিএনপির আহ্বায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা নেতানিয়াহুকে হত্যাচেষ্টার অভিযোগে ইসরায়েলি নাগরিক গ্রেপ্তার ‘উলামায়ে কেরামদের বাদ দিয়ে দেশের উন্নয়ন অসম্ভব’ নিউইয়র্কে যাদের সঙ্গে বৈঠক হতে পারে প্রধান উপদেষ্টার গাজাজুড়ে ইসরায়েলের নৃশংস হামলা, নারী-শিশুসহ নিহত ২৮ ফিলিস্তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে সকল প্রকার রাজনীতি বন্ধের সিদ্ধান্ত 'ঢাবি ও জাবির হত্যাকাণ্ডে জড়িত খুনীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে' ঢাবিতে যুবক হত্যায় ছাত্রলীগ নেতাসহ ৩ জন আটক কওমী মাদরাসার ছাত্রদেরকে বিসিএস এ অংশগ্রহণের সুযোগ না দেওয়া বৈষম্য: মুফতী ফয়জুল করীম শায়খে চরমোনাই  সাগর-রুনি হত্যার বিচারের দাবিতে ঢাকায় সাংবাদিকদের বিক্ষোভ সমাবেশ

জেদ্দায় সড়ক দুর্ঘটনায় মাওলানা শাহিদুর রহমানের মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: সৌদি আরবের জেদ্দায় সড়ক দুর্ঘটনায় খেলাফত মজলিস জেদ্দা মহানগরীর সাবেক সভাপতি মাওলানা শাহিদুর রহমান ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়াইন্নইলাহি রাজিউন।

স্থানীয় সময় মঙ্গলবার (৯ নভেম্বর) সন্ধ্যা ৬টায় তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৪৫ বছর। তিনি পিতা-মাতা, স্ত্রী, ২ ছেলে রেখে যান।

জানা যায়, জেদ্দায় ব্যবসা প্রতিষ্ঠান থেকে বাসায় ফেরার পথে সড়কের পাশে দাঁড়িয়ে গাড়ির জন্য অপেক্ষা করছিলেন। সে সময় একটি গাড়ী ফুটপাথে উঠে এসে তাকে আঘাত করে। ঘটনাস্থলেই তিনি মারা যান।

তারা বাড়ি সিলেটের গোলাপগঞ্জে। তিনি বহু বছর ধরে জেদ্দায় কর্মরত ছিলেন। তার মর্মান্তিক মৃত্যুতে জেদ্দায় অবস্থানরত প্রবাসী বাংলাদেশীদের মধ্যে শোকের ছায়া নেমে আসে। আইনী প্রক্রিয়া শেষে মরহুমের জানাজা ও দাফন কার্য সম্পন্ন করা হবে বলে জানা যায়।

এদিকে মাওলানা শাহিদুর রহমানের ইন্তেকালের ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন খেলাফত মজলিসের আমির অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ ইসহাক ও ভারপ্রাপ্ত মহাসচিব এডভোকেট জাহাঙ্গীর হোসাইন।

তারা বলেন, মাওলানা শাহিদুর রহমান খেলাফত প্রতিষ্ঠার আন্দোলনের একজন একনিষ্ঠ সদস্য ছিলেন। প্রবাস জীবনের ব্যস্ততার মধ্যেও দ্বীন প্রতিষ্ঠার আন্দোলনের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। ছাত্র জীবন থেকে শুরু করে মৃত্যুর পূর্ব পর্যন্ত তিনি দ্বীন প্রতিষ্ঠার কাজে নিয়োজিত ছিলেন। এ ক্ষেত্রে তাঁর গুরুত্বপূর্ণ ভূমিকা স্মরণীয় হয়ে থাকবে।

শোকবাণীতে নেতৃদ্বয় মরহুম মাওলানা শাহিদুর রহমানের রুহের মাগফিরাত কামনা করেন ও তার শাহাদতের দরজা বুলন্দের জন্য মহান আল্লাহর দরবারে দু’য়া করেন এবং শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

এছাড়াও মাওলানা শাহিদুর রহমানের মৃত্যুতে খেলাফত মজলিস জেদ্দা মহানগরীর সভাপতি মাওলানা আবদুল মুকিত ও সাধারণ সম্পাদক মাওলানা উবায়দুর রহমান গভীর শোক প্রকাশ করে মরহুমের রুহের মাগফিরাত কমানা করেন ও শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

-এএ


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ