শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪ ।। ৬ আশ্বিন ১৪৩১ ।। ১৮ রবিউল আউয়াল ১৪৪৬


যে সাহাবির মৃত্যুতে কেঁপে উঠেছিল আল্লাহ তাআলার আরশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মাওলানা আতাউল করীম মাকসুদ।।

ইসলাম গ্রহণ করার পর হায়াত পেয়েছেন মাত্র ছয় বছর। ৩৭ বছর বয়সে পরপারে পাড়ি জমান। বিখ্যাত সাহাবি হজরত সা’দ ইবনে মুআজ রা.।

জীবনটা কেমন ছিল তার যে, তার মৃত্যুর পর আল্লাহর আরশ কেঁপে উঠেছিলো।

সহিহ বুখারি ও সহিহ মুসলিমের বর্ণনা, নবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন,

إهتز عرش الرحمن لموت سعد

হজরত সা’দ ইবনে মুআজ মারা যাওয়ায় আল্লাহ তাআলার আরশ কেঁপে উঠেছে।

[সহিহ বুখারি : ৩৮০৩। সহিহ মুসলিম : ২৪৬৬]

সুনানে নাসায়ির বর্ণনা, জিবরিল আ.এসে নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে জিজ্ঞাসা করেন, মদিনায় কে মারা গিয়েছে আজ? তার মারা যাওয়ার কারনে আসমানের দরজাসমূহ খুলে দেওয়া হয়েছে, মাওলায়ে পাকের আরশ কেঁপে উঠেছে। কে তিনি? নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তখন বাসা থেকে বের হয়ে দেখেন, সা’দ ইবনে মুআজ ইনতিকাল করেছেন।

[সিয়ারু আ’লামিন নুবালা : ২/ ৩৭২]

তার কবর খনন করেছেন আবু সাইদ রা.। তিনি বলেন,

كنت ممن حفر لسعد قبره بالبقيع وكان يفوح علينا المسك كلما حفرنا

জান্নাতুল বাকিতে তার কবর খননে আমিও ছিলাম। তখন সুঘ্রাণ বের হচ্ছিল তার কবর থেকে। [ঐ]
মানুষ হয়েও কত শুভ্র ও স্নিগ্ধ ছিল তাদের জীবন।

আমার পিয়ারে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের স্নেহধন্য ছিলেন তিনি। নবিজি বড় ভালোবাসতেন তাকে। তিনিও জীবন-মরণ উৎসর্গ করেছেন পিয়ারে হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের জন্য।
আল্লাহ তাআলা আমাদেরকে এমন জীবন দান করুন।

এনটি


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ