শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪ ।। ৬ আশ্বিন ১৪৩১ ।। ১৮ রবিউল আউয়াল ১৪৪৬


স্বামীর বাড়ি থেকে বাপের বাড়িতে গেলে মহিলারা কসর পড়বে কি?

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

প্রশ্ন: হুজুর। আমার বাড়ি নাটোর। আমার বিয়ে হয়েছে গাজীপুর। আমি এখন আমার স্বামীর সাথে গাজীপুরে থাকি। এখন আমি যদি কখনো আমার বাবার বাড়িতে বেড়াতে আসি, তাহলে আমি মুসাফির হবো নাকি মুকীম? দয়া করে জানাবেন।

উত্তর: যেহেতু আপনি আপনার স্বামীর বাড়িতে পূর্ণভাবে চলে আসছেন। এখানেই বসবাস করছেন। সুতরাং স্বামীর বাড়িই আপনার প্রকৃত বাড়ী।

সুতরাং এখন বাবার বাড়িতে গেলে যদি পনের দিন থাকার নিয়ত না করেন, তাহলে আপনাকে মুসাফির হিসেবে কসর করতে হবে।

الوطن الأصلى هو موطن ولادته أو تأهله أو توطنه يبطل بمثله (الدر المختار مع رد المحتار-2\614)

وطن اصلى وهو مولد الرجل أو البلد الذى تأهل به، ويبطل الوطن الأصلى بالوطن الأصلى (الفتاوى الهندية-1\143، جديد-1\202)

وطن اصلى: وهو مولد الرجل، والبلد الذى تأهله به…. ومن حكم الوطن الأصلى أن ينتقض بالوطن الأصلى، لأنه مثله، والشيء ينتقض بما هو مثله (الفتاوى التاتارخانية-2\510، رقم-3144، 3145)

উত্তর লিখনে: লুৎফুর রহমান ফরায়েজী, পরিচালক-তালীমুল ইসলাম ইনষ্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা। উস্তাজুল ইফতা– জামিয়া কাসিমুল উলুম সালেহপুর, আমীনবাজার ঢাকা।

-এএ


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ