শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪ ।। ৫ আশ্বিন ১৪৩১ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৬


দুই পা নেই এমন ব্যক্তির জন্য জুমা জরুরি নাকি জোহর পড়লেও চলবে?

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

প্রশ্ন: 

আমাদের এলাকার জনৈক ব্যক্তি ট্রেন দুর্ঘটনায় উভয় পা হারায়। বর্তমানে সে হুইল চেয়ারের সাহায্যে চলাফেরা করে। এখন তার উপর কি মসজিদে গিয়ে জুমার নামায আদায় করা জরুরি? না কি বাড়িতে যোহরের নামায আদায় করলেই চলবে?

উত্তর: 

উভয় পা নেই কিংবা পায়ে চলার শক্তি নেই এমন ব্যক্তির ওপর জুমা ফরয নয়। তাই প্রশ্নোক্ত ব্যক্তি জুমাতে শরীক না হয়ে একাকী যোহরের নামাযও আদায় করতে পারবে। অবশ্য সে মসজিদে গিয়ে জুমার নামায পড়ে নিলে তা আদায় হয়ে যাবে।

-বাদায়েউস সানায়ে ১/৫৮২, আল বাহরুর রায়েক ২/১৫১, খুলাসাতুল ফাতাওয়া ১/২১০, শরহুল মুনিয়া ৫৪৯, আদ্দুররুল মুখতার ২/১৫৪

এনটি


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ