শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪ ।। ৬ আশ্বিন ১৪৩১ ।। ১৮ রবিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
রাষ্ট্র সংস্কারে ইসলামবিরোধী কোনো পদক্ষেপ গ্রহণ করা যাবে না: জাতীয় পরামর্শ সভা যাত্রাবাড়ীতে জাতীয় পরামর্শ সভায় গৃহীত হলো ৭ প্রস্তাব বারিধারায় হেফাজতে ইসলামের পরামর্শ সভা শুরু ফ্যাসিবাদী সরকারের মূল দায়িত্বের কর্মকর্তারা এখনও অটল রয়ে গেছে নতুন উদ্যমে কাজ শুরু করেছি: ডিসি ওয়ারী খাগড়াছড়ি-রাঙামাটি পরিদর্শনে যাচ্ছেন সরকারের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল আল্লামা মাহমুদুল হাসানের আহ্বানে সর্বস্তরের আলেমদের নিয়ে পরামর্শ সভা শুরু মসজিদে শোরগোল নিয়ে রাসূল সা. যেভাবে সতর্ক করেছিলেন ভারতের বিদ্যুৎ বিল পরিশোধে হিমশিম খাচ্ছে বাংলাদেশ জয়পুরহাটে ১৫৫ মণ সরকারি চাল সহ আটক দুই

ফিক্সড ডিপোজিটে রাখা টাকার যাকাত দিতে হবে কি?

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

প্রশ্ন: আমি একটি ব্যাংকে চার লক্ষ টাকা তিন বছর মেয়াদী চুক্তিতে ‘ফিক্সড ডিপোজিট’ রেখেছিলাম। যেহেতু চাইলেই তিন বছরের আগে ঐ টাকা পাব না, তাই আমি ঐ টাকার যাকাত দিইনি। মনে করেছি, আমাকে এর যাকাত দিতে হবে না। কিন্তু কয়েকদিন আগে শুনেছি যে, ঐ টাকারও নাকি যাকাত দিতে হবে। আমার প্রশ্ন হল-

ক. আসলেই কি আমাকে ঐ টাকার যাকাত দিতে হবে?
খ. যদি যাকাত দিতে হয় তাহলে আমি বিগত তিন বছরের যাকাত একত্রে কীভাবে আদায় করব?

জবাব: ক. ফিক্সড ডিপোজিট থাকলেও আপনাকে প্রতি বছর ঐ টাকার যাকাত আদায় করতে হবে। কারণ ঐ টাকার পূর্ণ মালিক আপনিই। আর যাকাত ফরয হওয়ার জন্য টাকা হাতে থাকা শর্ত নয়। কারো কাছে বা কোনো প্রতিষ্ঠানে জমা রাখলে সেই টাকারও যাকাত দিতে হয়। সুতরাং বছর পূর্ণ হলেই অন্যান্য সম্পদের সাথে উক্ত টাকারও যাকাত দিতে হবে। -ফাতাওয়া খানিয়া ১/২৫৭; আননাহরুল ফায়েক ১/৪১৬

খ. চার লক্ষ টাকার তিন বছরের যাকাত একসাথে দিতে হলে, আপনাকে প্রথম বছর চার লক্ষ টাকার যাকাত দশ হাজার টাকা দিতে হবে। দ্বিতীয় বছর চার লক্ষ টাকা থেকে দশ হাজার টাকা বাদ দিয়ে তিন লক্ষ নব্বই হাজার টাকার যাকাত ৯,৭৫০/- টাকা দিতে হবে। তৃতীয় বছর তিন লক্ষ নব্বই হাজার টাকা থেকে ৯,৭৫০/- টাকা বাদ দিয়ে তিন লক্ষ আশি হাজার দুই শত পঞ্চাশ টাকার যাকাত ৯,৫০৬/- টাকা যাকাত দিতে হবে। এভাবে চার লক্ষ টাকার তিন বছরের যাকাত মোট ২৯,২৫৬/- টাকা দিতে হবে।

প্রকাশ থাকে যে, ব্যাংকে ফিক্সড ডিপোজিট করে অতিরিক্ত অর্থ ভোগ করা জায়েয নয়। এক্ষেত্রে অতিরিক্ত অর্থ সওয়াবের নিয়ত ছাড়া সদকা করে দেওয়া আবশ্যক। -কিতাবুল আছল ২/৫৯; ফাতাওয়া তাতারখানিয়া ৩/২৩২

-এএ


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ