বুধবার, ১২ মার্চ ২০২৫ ।। ২৭ ফাল্গুন ১৪৩১ ।। ১২ রমজান ১৪৪৬

শিরোনাম :
লাখো রোহিঙ্গাদের সাথে ইফতার করবেন জাতিসংঘ মহাসচিব ও প্রধান উপদেষ্টা সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা সৈয়দ মঞ্জুর এলাহী আর নেই ‘শাহবাগ কেড়ে নিয়েছিল এদেশের মানুষের মৌলিক মানবাধিকার’ বাংলাদেশী রেমিটেন্সযোদ্ধাদের সম্মানে কাতার সরকারের ইফতার মাহফিল অনুষ্ঠিত দেড় ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে মহাখালীর সাততলা বস্তিতে তারাবি নিয়ে ১০ হাফেজের অনুভূতি ও অভিজ্ঞতা ফয়যে বর্ণভী সাবাহী মক্তব বোর্ডের ফলাফল প্রকাশ; পাসের হার ৯৯.৪৯% জাতীয় ঐক্য ছাড়া ফ্যাসিবাদকে বিলোপ করা সম্ভব নয়: নাহিদ ইসলাম ফেসবুকে উপদেষ্টা মাহফুজের ‘মব’ নিয়ে পোস্ট, যা বলল ঢাবি ছাত্রশিবির ইফতা, আদবসহ বিভিন্ন বিভাগে ভর্তি নিচ্ছে উত্তরার মাদরাসাতুল আযহার

চবিতে বন্ধ হলে সিট দখল নিয়ে ছাত্রলীগের দু’পক্ষের মারামারি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: বিশ্ববিদ্যালয় বন্ধ থাকলেও আবাসিক হলের সিট দখলকে কেন্দ্র করে মধ্যরাতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখা ছাত্রলীগের দু’গ্রুপের মধ্যে মারামারি ঘটনা ঘটেছে। এ ঘটনায় দুই ছাত্রলীগ কর্মী আহত হন।

গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত দেড়টার দিকে বিশ্ববিদ্যালয়ের সোহরাওয়ার্দী হলে এ মারামারির ঘটনা ঘটে।

আহতরা হলেন- বিশ্ববিদ্যালয়ের ২০১৯-২০ সেশনের মো. সাব্বির ও একই সেশনের দর্শন বিভাগের মো. সীমান্ত। তাদেরকে বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

বিবাদমান শাটল ট্রেনের বগিভিত্তিক ছাত্রলীগের ভিএক্স গ্রুপ ও একাকার গ্রুপ উভয়ই চট্টগ্রাম নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীনের অনুসারী হিসেবে ক্যাম্পাসে পরিচিত।

জানা গেছে, বিশ্ববিদ্যালয়ের এ এফ রহমান হলের একটি কক্ষ দখল নিয়ে কথা-কাটাকাটির একপর্যায়ে হাতাহাতি হয় ভিএক্স গ্রুপ ও একাকার গ্রুপের কর্মীদের মধ্যে। এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে সোহরাওয়ার্দী হলে থাকা একাকার গ্রুপের কর্মী সাব্বির ও সীমান্তকে মারধর করে ভিএক্স গ্রুপের কর্মীরা।

এ বিষয়ে একাকার গ্রুপের নেতা সালেহ আকরাম বাপ্পি বলেন, ‘গভীর রাতে আমাদের ঘুমন্ত জুনিয়র কর্মীদের ওপর অতর্কিত হামলা চালিয়েছে ভিএক্সের কর্মীরা। আমরা রবিবার প্রক্টর বরাবর লিখিত অভিযোগ দেব।’

অভিযোগের বিষয়ে জানতে চাইলে ভিএক্স গ্রুপের নেতা প্রদীপ চক্রবর্তী দূর্জয় বলেন, জুনিয়রদের মধ্যে হাতাহাতি হয়েছে বলে শুনেছি। বিষয়টা রাতেই সমাধান হয়ে গেছে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক রবিউল হাসান ভূঁইয়া বলেন, ছাত্রদের মধ্যে ঝামেলা হয়েছিল। আমরা রাতে মীমাংসা করে দিয়েছি। লিখিতভাবে অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

-এটি


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ