সোমবার, ১০ মার্চ ২০২৫ ।। ২৫ ফাল্গুন ১৪৩১ ।। ১০ রমজান ১৪৪৬


অনন্য বৈশিষ্ট্য নিয়ে বাজারে এসেছে সিরাজী’র অসাধারণ কম্পিউটার ছাপা নুসখা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: শরহে বেকায়া ও ইফতার শিক্ষার্থীদের জন্য মাকতাবাতুত তাকওয়া বাজারে নিয়ে এসেছে কম্পিউটার ছাপা সিরাজীর এই অসাধারণ নুসখা৷ এই নুসখাটিতে দুটো হাশিয়া ও প্রয়োজনীয় তাহকীক-তালীক শুভা পেয়েছে৷

এতে যা রয়েছে-
১৷ প্রচলিত হাশিয়া "দালিলুল ওররাছ"
২৷ সুসংক্ষিপ্ত মুফিদ হাশিয়া "আল কামারিয়্যাহ"৷
৩৷ তাহকীক-তালীক- হাদিস-তাখরিজ, কঠিন শব্দ বা বাক্যের ব্যাখ্যা, প্রয়োজনীয় টিকা-টিপ্পনী৷
৪৷ কিতাবের শুরু অংশে ফিকহুল মিরাছ সম্পর্কে রয়েছে গুরুত্বপূর্ণ দশটি ফনের প্রাথমিক আলোচনা৷
.
আশা করছি, শরহে বেকায়া ছাত্রদের জন্য মুফিদ হবে, ইনশা আল্লাহ৷
কিতাব- সিরাজী ফিল মিরাছ
প্রকাশনী- মাকতাবাতুত তাকওয়া
মূদ্রিত মূল্য: 220 টাকা (ডিসকাউন্ট আছে)
যোগাযোগ করুন- 01780-752718 নাম্বারে।
অথবা এই ফেসবুক পেজে ইনবক্স করুন।

-কেএল


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ