শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪ ।। ৬ আশ্বিন ১৪৩১ ।। ১৮ রবিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
উম্মাহর কল্যাণে মুসলমানদের ঐক্যের বিকল্প নেই: ধর্ম উপদেষ্টা পাঠ্যপুস্তক সংশোধন কমিটিতে আলেম অন্তর্ভুক্তির দাবি হেফাজতে ইসলামের সিংগাইরে হেফাজতে ইসলামের গণসমাবেশ ২৯ সেপ্টেম্বর আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির চেষ্টা হলে ‘হাত ভেঙে’ দেওয়া হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা ‘জুলাই বিপ্লবে আলেম-শিক্ষার্থীদের অবদান ও প্রত্যাশা’ নিয়ে আলোচনা সভা সোমবার সিলেটে অনুষ্ঠিত বিহানের ‘লেখালেখি ও এডিটিং কর্মশালা’ দেশে ফিরে কর্মফল ভোগ করুন, শেখ হাসিনাকে জামায়াতের আমির রাষ্ট্র সংস্কারে ইসলামবিরোধী কোনো পদক্ষেপ গ্রহণ করা যাবে না: জাতীয় পরামর্শ সভা যাত্রাবাড়ীতে জাতীয় পরামর্শ সভায় গৃহীত হলো ৭ প্রস্তাব বারিধারায় হেফাজতে ইসলামের পরামর্শ সভা শুরু

বাদশাহ হারুনুর রশীদের প্রতি বাহলুল পাগলের নসিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুযযাম্মিল হক উমায়ের: একবার হযরত বাহলুল রাহিমাহুল্লাহু তাআলার সাথে বাদশাহ হারুনুর রশীদের সাক্ষাত হয়৷ হারুনুর রশীদ তাঁকে উদ্দেশ্য করে বলেন, অনেকদিন যাবত আপনার সাথে সাক্ষাত করার আমার কামনা-বাসনা ছিলো৷ হযরত বাহলুল রাহিমাহুল্লাহু তাআলা বলেন, আপনার সাথে দেখা করার তো আগ্রহ আমার মনে কখনো উদয় হয়নি৷

বাদশাহ তার কাছে কিছু নসিহত শোনার আবদার করেন৷ তিনি বাদশাহকে উদ্দেশ্য করে বলেন, ‘আমি কী নসিহত করবো৷ তবে এইযে অট্টালিকাগুলো দেখছেন৷ এইযে মহল্লাগুলো৷ সেখানে নামিদামী যারা বসবাস করতো, তাদের বর্তমান ঠিকানা হলো ঐযে দেখা যায় কবরস্থান সেখানে৷ এর চেয়ে বড় কোন আর নসিহত হতে পারে না৷ তাদের চলে যাওয়া জীবন নিয়ে চিন্তা করলে অন্যকোন নসিহতের প্রয়োজন পড়ে না’৷

তারপর বাদশাহকে উদ্দেশ্য করে বলেন, ‘হে আমীরুল মুমিনীন! আপনি ভেবেছেন আপনার অবস্থা কেমন ভয়াবহ হবে, যখন আপনাকে বিচার দিনে উলঙ্গ অবস্থায়, নগ্ন পায়ে, পিপাসার্ত অবস্থায় আল্লাহ তাআলার সামনে দাঁড়াতে হবে৷ ছোট থেকে ছোট বিষয়েও আপনাকে আল্লাহ তাআলার কাছে জবাব দিতে হবে৷ লোকজন চেয়ে চেয়ে আপনাকে দেখবে আর হাসতে থাকবে’৷

এই নসিহত শুনে বাদশাহ কাঁধতে শুরু করে দেন৷ কাঁধতে কাঁধতে হেঁচকি দিতে শুরু করেন৷ ধুকধুক করে কান্না করতে থাকেন৷

হযরত বাহলুল রাহিমাহুল্লাহু তাআলা মুস্তাজাবুদ্দাওয়াহ বুযুর্গ ছিলেন৷ বাদশাহ একবার তার কাছে কিছু হাদিয়া প্রেরণ করেন৷ তিনি সেগুলো ফিরিয়ে দেন৷ এবং বলে দেন, আপনি এগুলো যাদের কাছ থেকে নিয়েছেন, তাদেরকে ফিরিয়ে দেন যেনো হাশরের দিন এই ব্যাপারে আপনার জবাবদিহী করতে না হয়৷ আর সেদিন আপনার কাছে পাওনাদারকে সন্তুষ্ট করার মতো কোন পাথেয়ও থাকবে না৷

বাদশাহ হারুনুর রশীদ এই কথা শুনে কাঁধতে শুরু করেন৷ বাদশাহ হারুনুর রশীদ নিজেও বড় আলেম ছিলেন৷ হাদীস বিশারদ ছিলেন৷ সুবিচারক বাদশাহ ছিলেন৷ সূত্র: আকওয়ালে সালফ

-এটি


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ