মঙ্গলবার, ১১ মার্চ ২০২৫ ।। ২৫ ফাল্গুন ১৪৩১ ।। ১১ রমজান ১৪৪৬

শিরোনাম :

আবার টিকা এলে গ্রামের মানুষকে আগে দেয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, ডিসেম্বরের মধ্যে চুক্তিকৃত সব টিকা চলে এলে আমরা ৭ কোটি মানুষকে টিকা দিতে পারব। এই টিকা আগে গ্রামগঞ্জের মানুষকে দেয়া হবে।

শনিবার বিকেল ৪টার দিকে মানিকগঞ্জ জেলা ছাত্রলীগ আয়োজিত জাতীয় শোক দিবসের আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, গ্রামের লোকেরা টিকা কম পেয়েছেন। ফলে গ্রামে মৃত্যুর সংখ্যা বেড়েছে। এ কারণে আমরা গ্রামগঞ্জের মানুষকে বেশি টিকার দেওয়ার পরিকল্পনা গ্রহণ করেছি। বিশেষ করে পঞ্চাশোর্ধ্ব মানুষের মৃত্যু প্রায় ৯০ শতাংশ। তাই তাদের আগে টিকা দেবো।

অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশ অনেক ভালো অবস্থানে আছে জানিয়ে জাহিদ মালেক বলেন, প্রধানমন্ত্রীর সার্বিক দিক নির্দেশনায় আমরা করোনা মোকাবিলায় কাজ করে যাচ্ছি। করোনার শুরুতে একটি ল্যাব ছিল পরীক্ষার জন্য। এখন দেশে সাড়ে ৭০০ ল্যাব করা হয়েছে।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ