শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪ ।। ৬ আশ্বিন ১৪৩১ ।। ১৮ রবিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
সিলেটে অনুষ্ঠিত বিহানের ‘লেখালেখি ও এডিটিং কর্মশালা’ দেশে ফিরে কর্মফল ভোগ করুন, শেখ হাসিনাকে জামায়াতের আমির রাষ্ট্র সংস্কারে ইসলামবিরোধী কোনো পদক্ষেপ গ্রহণ করা যাবে না: জাতীয় পরামর্শ সভা যাত্রাবাড়ীতে জাতীয় পরামর্শ সভায় গৃহীত হলো ৭ প্রস্তাব বারিধারায় হেফাজতে ইসলামের পরামর্শ সভা শুরু ফ্যাসিবাদী সরকারের মূল দায়িত্বের কর্মকর্তারা এখনও অটল রয়ে গেছে নতুন উদ্যমে কাজ শুরু করেছি: ডিসি ওয়ারী খাগড়াছড়ি-রাঙামাটি পরিদর্শনে যাচ্ছেন সরকারের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল আল্লামা মাহমুদুল হাসানের আহ্বানে সর্বস্তরের আলেমদের নিয়ে পরামর্শ সভা শুরু মসজিদে শোরগোল নিয়ে রাসূল সা. যেভাবে সতর্ক করেছিলেন

ওয়ায়েজদের প্রতি হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার উপদেশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুযযাম্মিল হক উমায়ের।। ইবনে আবিস সায়িব রাহিমাহুল্লাহু তাআলা একজন তাবিয়ী ছিলেন৷ ছিলেন মদীনার একজন প্রখ্যাত ওয়ায়েজ৷ মদীনার বিভিন্ন এলাকায় প্রচুর ওয়াজ করে বেড়াতেন৷ বিভিন্ন মজলিসের জন্যে সুন্দর সুন্দর দুআ নিজের থেকে তৈয়ার করতেন এবং নিজের স্বকীয়তা প্রকাশ করার উদ্দেশ্যে সেগুলো বিভিন্ন মজলিসে পড়তেন৷ এবং স্থানে বেস্থানে ওয়াজ করে বেড়াতেন৷

হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাঁকে উদ্দেশ্য করে বলেন, তুমি আমার কাছে তিনটি বিষয়ের ওয়াদাবদ্ধ হও, নয়তো আমি তোমার সাথে বয়কট করবো৷

তিনি আরজ করেন, সেগুলো কী? উত্তরে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ১. সাঁজিয়ে গোছিয়ে লৌকিকতা প্রদর্শন দুআ করা থেকে বিরত থাকো৷ কারণ, হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম এভাবে দুআ করতেন না৷ কোন সাহাবী এভাবে দুআ করতেন না৷

২. সপ্তাহে একদিন বয়ান করবে৷ নয়লে দুই দিন৷ আরো বেশি চাইলে তিন দিন৷ এর চেয়ে বেশি সময় বয়ান করা যাবে না৷

৩. স্থানে বেস্থানে ওয়াজ করা যাবে না৷ যেখানেসেখানে লোক দেখলেই বয়ান করা যাবে না৷ মানুষের প্রয়োজনীয় কথা বন্ধ করে দিয়ে ওয়াজ করে মানুষকে আল্লাহ তাআলার কিতাবের ব্যাপারে অতিষ্ঠ করা যাবে না৷ (তখন ওয়াজের উপকারের চেয়ে ক্ষতি বেশি হবে) লোকজন যখন ওয়াজ শোনার আগ্রহ প্রকাশ করবে কেবল তখনি ওয়াজ করতে হবে৷ (তখন মানুষ নসিহত গ্রহণ করার প্রস্ততি নিয়ে একাগ্রচিত্তে বসবে এবং ওয়াজ শুনবে) সূত্র: আকওয়ালে সালফ

-এটি


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ