শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪ ।। ৫ আশ্বিন ১৪৩১ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
খুলনা জেলা বিএনপির আহ্বায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা নেতানিয়াহুকে হত্যাচেষ্টার অভিযোগে ইসরায়েলি নাগরিক গ্রেপ্তার 'উলামায়ে কেরামদের বাদ দিয়ে দেশের উন্নয়ন অসম্ভব'   নিউইয়র্কে যাদের সঙ্গে বৈঠক হতে পারে প্রধান উপদেষ্টার গাজাজুড়ে ইসরায়েলের নৃশংস হামলা, নারী-শিশুসহ নিহত ২৮ ফিলিস্তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে সকল প্রকার রাজনীতি বন্ধের সিদ্ধান্ত 'ঢাবি ও জাবির হত্যাকাণ্ডে জড়িত খুনীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে' ঢাবিতে যুবক হত্যায় ছাত্রলীগ নেতাসহ ৩ জন আটক কওমী মাদরাসার ছাত্রদেরকে বিসিএস এ অংশগ্রহণের সুযোগ না দেওয়া বৈষম্য: মুফতী ফয়জুল করীম শায়খে চরমোনাই  সাগর-রুনি হত্যার বিচারের দাবিতে ঢাকায় সাংবাদিকদের বিক্ষোভ সমাবেশ

বিশ্বমুসলিমদের এক হওয়ার সময় এসেছে: এরদোগান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইয়াহইয়া বিন আবু বকর

ঝগড়া-বিবাদ ও সকল মতানৈক্য ভুলে বিশ্বমুসলিমকে এক হওয়ার প্রতি আহ্বান জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তায়্যিব এরদোগান৷ পরস্পরের মাঝে ঐক্যে, সংহতি ও সম্প্রীতি তৈরি করে একতাবদ্ধ হয়ে জুলুম প্রতিরোধ করে বিশ্বের বুকে নিরাপত্তা ও শান্তি প্রতিষ্ঠা করার প্রতি জোর দিয়েছেন৷ সংবাদ আলজাজিরার৷

আজ(বুধবার ২৫ আগষ্ট) তুরস্কের ইসলামী যুবকল্যাণ সংগঠনের চতুর্থ সাধারণ অধিবেশনে এক ভিডিও বার্তায় তিনি মুসলিমদের নিজেদের মধ্যে দ্বন্দ- কলহ ত্যাগ করার আহ্বান জানিয়ে বলেন, বিশ্বের বুকে মুসলিমরা আজ নির্যাতিত নিপীড়িত৷ বিশেষকরে পশ্চিমা বিশ্বে৷ সেখানে ইসলামের প্রতি শত্রুতা এবং ইসলামোফোবিয়া ক্রমেই বৃদ্ধি পাচ্ছে৷ আমাদের ঐক্যবদ্ধ হয়ে জুলুম রুখে পুরো মানবজাতির নিরাপত্তা, স্থিতিশীলতা ও কল্যাণের জন্য কাজ করতে হবে৷।

তিনি বলেন, সম্প্রতি বিশ্ব মানব ইতিহাসের সবচেয়ে খারাপ সময়র অতিক্রম করছে। সাম্রাজ্যবাদী দেশগুলোর দাঙ্গা -হাঙ্গামা, যুদ্ধ ও সংঘাতে বিশ্বে অস্থিতিশীল অবস্থার সৃষ্টি হয়েছে৷ মুসলিম দেশে তারা আগুন লাগিয়ে দিয়েছে৷ যেসব দেশে মুসলিমরা সংঘাত, জুলুম, দেশান্তর ও দারিদ্র্যতার শিকার হচ্ছে, দুরারোগ্য রোগ ও মহামারিতে ভুগছে, ইসলাম বিদ্বেষীদের ইসলামের প্রতি ক্রমবর্ধমান বৈরিতা ও দমন পীড়নের শিকার হচ্ছে, সেসব দেশে এসব অন্যায় অবিচারের বিরুদ্ধে আরও বেশি করে আওয়াজ তুলতে হবে৷

তিনি আরও বলেন, বিশ্বে জুড়ে বিশেষকরে পশ্চিমা বিশ্বে নিরাপত্তা সমস্যা, সন্ত্রাসী কর্মকাণ্ড, সহিংসতা, বর্ণবাদ প্রকট আকার আকার ধারণ করেছে৷ বিশেষকরে মুসলিমদের বিরুদ্ধে৷ পশ্চিমা বিশ্বে এমন কোনো দিন যায়না যে, মুসলিমদের উপর জুলুমের খবর শুনতে হয়না৷ প্রতিদিনই শুনতে পাই মুসলিম নারীদের হয়রানি করা হচ্ছে, কিংবা হিজাব, বোরকা পরায় নিষেধাজ্ঞা আরোপ করা হচ্ছে৷ বিভিন্ন অযুহাত দিয়ে তাদেরকে হেনস্থা করা হচ্ছে৷ বাকস্বাধীনতার নামে ইসলামের উপর আঘাত হানা হচ্ছে৷ আমাদের নবীকে অপমান করা হচ্ছে৷ অথচ তারা নিরপেক্ষ গণতন্ত্র দেশ বলে দাবি করে৷

তিনি মুসলমানদের মধ্যে ভ্রাতৃত্বের বন্ধন দৃঢ় ও মজবুত করার প্রতি জোর দিয়ে বলেন, আমাদের পরস্পরের মাঝে সকল দ্বন্দ, সংঘাত ও বৈষম্য ভুলে ঐক্য ও সম্প্রীতির এক ফ্লাটফর্মে আসতে হবে৷ দ্বন্দের পরিবর্তে ঐক্যকে মজবুত করা, এবং বৈরিতার পরিবর্তে ভালোবাসা, বিলাতে হবে৷ ইনসাফভিত্তিক রাজনীতি প্রতিষ্ঠা করতে হবে৷ আমাদের যুবসমাজকে শিক্ষা-সংস্কৃতি, উন্নয়নমূলক কাজ ও শরীরচর্চায় আরো তৎপর হবে৷

পশ্চিমা বিশ্বে ক্রমবর্ধমান ইসলামবিরোধী কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে গত জুনে বলেছিলেন যে, পশ্চিমাবিশ্বে "বর্ণবাদ ভাইরাস" করোনা ভাইরাসের চেয়েও বেশি ভয়ংকর ও বিপজ্জনক৷ পশ্চিমা দেশগুলোকে মুসলমানদের বিরুদ্ধে বর্ণবাদী আক্রমণ গত পাঁচ বছরে বহুগুন বৃদ্ধি পেয়েছে৷ সূত্র: আলজাজিরা৷

-এটি


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ