সোমবার, ১০ মার্চ ২০২৫ ।। ২৫ ফাল্গুন ১৪৩১ ।। ১০ রমজান ১৪৪৬


দায়িত্ব সচেতনতা বদলে দিতে পারে সমাজ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মারিয়া মুশইয়াত।।

মানব জীবনে জন্ম–মৃত্যুর বিষয়টি যেমন অনিবার্যিত। দায়িত্বের বিষয়টাও তেমন। এই পৃথিবীর সবারই কোন না কোন দায়িত্ব রয়েছে। চাই সে বাবা, মা, ভাই-বোন, পাড়া-প্রতিবেশি হোক। একজন পুরুষ বাবা হিসেবে তার এক দায়িত্ব। আবার সন্তান হিসেবে অন্য দায়িত্ব। স্বামী হিসেবে এক দায়িত্ব। প্রতিবেশি হিসেবে আরেক দায়িত্ব। নারীর দায়িত্ব ঠিক তেমনই। আল্লাহ তায়ালা পৃথিবী এভাবেই সাজিয়েছেন।

রাসূল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন; সাবধান তোমরা সকলেই দায়িত্বশীল আর প্রত্যেকেই নিজ দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসিত হবে। (মুসনাদে আহমাদ: ৫১৬৭)

দুঃখজনক হলেও সত্য, দায়িত্ববোধ থেকে আমরা দূরে সরে গেছি। সামান্য দায়িত্ব হয়ত পালন করি। তবে পূর্ণ দায়িত্ব পালন করি না। বাবা তার সন্তানের ভরণ-পোষণের দায়িত্ব নিয়েছে। নীতি-নৈতিকতার শিক্ষা ক’জন দেয়? মা পরিবার সামলানো দায়িত্ব পালন করছে ঠিকই। কিন্তু প্রতিবেশির হক পরিপূর্ণ পালন করছে তো? সন্তানের বাবা-মায়ের প্রতি যে কর্তব্য থাকে তা পালন করছে তো?

আমাদের চারপাশে এতো নৈরাজ্য, এতো অন্যায় সবই দায়িত্ব অবহেলার ফল। আমরা যদি সবাই সবার দায়িত্বের প্রতি সচেতন হতাম তাহলে আমাদের সমাজ আরেকটু সুন্দর থাকত। আমরা সবাই মিলে মিশে একটি সুন্দর সমাজে বাস করতে পারতাম। আগামী প্রজন্মকে উপহার দিতে পারতাম সুন্দর সমাজ। কিন্তু আমরা নিজের স্বার্থের পিছনে ছুটছি। অন্যের কথা ভাবার সময় নেই।

অথচ কুরআন মাজিদে স্পষ্ট উল্লেখ আছে وقفوهم إنهم مسئولون অর্থাৎ হে নবী আপনি তাদের কে জানিয়ে দিন তারা জিজ্ঞেসিত হবে। (সুরা সফফাত, আয়াত ২২)

আসুন আমরা নিজের দায়িত্ব সম্পর্কে জানি। এই দায়িত্বের প্রতি যত্নশীল হই। আল্লাহ তায়ালা আমাদের বুঝার তাওফিক দান করুন। আমিন।


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ