শুক্রবার, ১৪ মার্চ ২০২৫ ।। ১ চৈত্র ১৪৩১ ।। ১৪ রমজান ১৪৪৬


মুহাব্বতের হাকিকত ও তার স্তরসমূহ: আশরাফ আলী থানভি রহ.

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মাকসুদুর রহমান সাইমন।। আশরাফ আলী থানবী রহ. বলেন, মহাব্বতের হাকীকত হলো,মনের ঝোঁক ও আকর্ষণ। মোহাব্বতের এ পর্যায়টি সহজাত।

এপর্যায়ের মোহাব্বত অর্জনের নির্দেশ শরীয়ত প্রদান করেনি,তবে তা খোঁদা প্রদত্ত একটি নেয়ামত। মনের এই ঝোঁকের ফলে আল্লাহ তায়ালার সন্তুষ্টিকে অন্যদের সন্তুষ্টির উপর প্রাধান্য দেওয়া মোহাব্বতের লক্ষণ সমূহের অন্যতম।

এ পর্যায়ের মোহাব্বত বিবেকসম্মত এবং শরীয়তনির্দেশিত। স্থানভেদে এই প্রাধান্যের বিভিন্ন পর্যায় ও প্রকার রয়েছে।

সেগুলোর মধ্যে প্রধানতম হলো, ঈমানকে কুফরের উপর প্রাধান্য দেওয়া। এটি আল্লাহ তায়ালার মোহাব্বেরত সর্বনিম্ন স্তর।
এছাড়া কোনো মানুষ ঈমানদার হতে পারে না।

আল্লাহ তায়ালার মোহাব্বতের দ্বিতীয় পর্যায় হলো, আল্লাহর বিধানকে অন্য সবকিছুর উপর প্রাধান্য দেওয়া।

এ ক্ষেত্রে বিধানসমূহের পর্যায় অনুপাতে মোহাব্বতের মান নির্ণীত হবে। কোনোটা হবে ওয়াজিব ও মধ্যম পর্যায়ের, আর কোনটা হবে মু্স্তাহাব ও উচু পর্যায়ের।

-এটি


সম্পর্কিত খবর



সর্বশেষ সংবাদ