শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪ ।। ৫ আশ্বিন ১৪৩১ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
দেশের বিভিন্ন সেক্টরে অস্থিরতা সৃষ্টির পাঁয়তারা করছে পরাজিত শক্তি: চরমোনাই পীর ‘শিক্ষা কমিশনে দেশের সর্বমহলে শ্রদ্ধেয় আলেমদের অন্তর্ভুক্ত করতে হবে’ আলমডাঙ্গায় রাসূল (সা.)-কে নিবেদিত কবিতা পাঠ ছাত্র-জনতার ওপর গুলি বর্ষণকারী শাহবাগ থানা আ.লীগের সাংগঠনিক সম্পাদক গ্রেফতার পার্বত্য জেলায় চলমান পরিস্থিতি সম্পর্কে যা জানাল আইএসপিআর ঢাবিতে ছাত্র রাজনীতি নিষিদ্ধের সিদ্ধান্ত অযৌক্তিক : ইসলামী ছাত্র আন্দোলন স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র ছাড়া ইসরায়েলকে স্বীকৃতি দেওয়া হবে না: সৌদি যুবরাজ প্রেসিডেন্ট নির্বাচনে হারলে দায় বর্তাবে ইহুদিদের ওপর: ট্রাম্প পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে সরকার, সবাইকে শান্ত থাকার আহ্বান প্রধান উপদেষ্টার আ.লীগ নেতাকর্মীর প্রভাবে নিউ ইয়র্কে ড. ইউনূসের সংবর্ধনা বাতিল

মাদরাসা ছাত্র-শিক্ষকদের টিকা নিতে উদ্বুদ্ধ করলো বেফাক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মোস্তফা ওয়াদুদ: মাদরাসার সকল ওস্তাদ-শিক্ষক ও ছাত্রদের করােনা ভাইরাসের টিকা গ্রহণে উদ্বুদ্ধ করেছে কওমি মাদরাসা শিক্ষাবোর্ড বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ।

আজ শনিবার (২১ আগস্ট) বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ-এর মজলিসে খাস-এর সভায় করােনা ভাইরাসের টিকা গ্রহণের প্রতি সকলকে উদ্বুদ্ধ করা হয়। সভায় সভাপতিত্ব করেছেন বেফাকের ভারপ্রাপ্ত সভাপতি আল্লামা মাহমুদুল হাসান।

এছাড়াও সভায় মাদরাসা খােলার বিষয়ে ৪ সদস্যের কমিটি গঠন করে বেফাক। এ কমিটিকে মাদরাসা খোলার বিষয়ে চলমান প্রচেষ্টা আরাে জোরদার করার জন্য দায়িত্ব দেওয়া হয়। কমিটির সদস্যরা হলেন, বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের ভারপ্রাপ্ত সভাপতি আল্লামা মাহমুদুল হাসান, মুফতি ফয়জুল্লাহ, মাওলানা মাহফুজুল হক ও মুফতি নূরুল আমীন। বিষয়টি আওয়ার ইসলামকে নিশ্চিত করেছেন কমিটির সদস্য ফরিদাবাদ মাদরাসার মুহাদ্দিস মুফতি নূরুল আমীন।

এছাড়া লকডাউনের মতাে প্রতিকূল পরিস্থিতিতেও বেফাকের নির্মাণাধীন ১১ তলা ভবন নির্মাণের অগ্রগতির বর্তমান পর্যায়ে দোতলার আংশিক ছাদ ঢালাই হওয়ায় সকলে সন্তোষ প্রকাশ করেন।

সভায় উপস্থিত ছিলেন, বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ-এর ভারপ্রাপ্ত মহাসচিব মাওলানা মাহফুজুল হক, মাওলানা নূরুল ইসলাম, মাওলানা আব্দুল হামিদ (পীর সাহেব মধুপুর), মাওলানা আব্দুল কুদ্দুস, মাওলানা সাজেদুর রহমান, মাওলানা মুফতি ফয়জুল্লাহ, মাওলানা মুসলেহ উদ্দীন রাজু, মাওলানা বাহাউদ্দিন যাকারিয়া, মাওলানা মুফতি নূরুল আমীন ও মাওলানা মুনিরুজ্জামান।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ