শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪ ।। ৬ আশ্বিন ১৪৩১ ।। ১৮ রবিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
হেফাজতে ইসলামের ঢাকা মহানগর কমিটি ঘোষণা উম্মাহর কল্যাণে মুসলমানদের ঐক্যের বিকল্প নেই: ধর্ম উপদেষ্টা পাঠ্যপুস্তক সংশোধন কমিটিতে আলেম অন্তর্ভুক্তির দাবি হেফাজতে ইসলামের সিংগাইরে হেফাজতে ইসলামের গণসমাবেশ ২৯ সেপ্টেম্বর আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির চেষ্টা হলে ‘হাত ভেঙে’ দেওয়া হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা ‘জুলাই বিপ্লবে আলেম-শিক্ষার্থীদের অবদান ও প্রত্যাশা’ নিয়ে আলোচনা সভা সোমবার সিলেটে অনুষ্ঠিত বিহানের ‘লেখালেখি ও এডিটিং কর্মশালা’ দেশে ফিরে কর্মফল ভোগ করুন, শেখ হাসিনাকে জামায়াতের আমির রাষ্ট্র সংস্কারে ইসলামবিরোধী কোনো পদক্ষেপ গ্রহণ করা যাবে না: জাতীয় পরামর্শ সভা যাত্রাবাড়ীতে জাতীয় পরামর্শ সভায় গৃহীত হলো ৭ প্রস্তাব

মিউজিক ও গানবাদ্য ইসলামে কেন হারাম?

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: বর্তমানে শয়তানের একটা শক্তিশালী অস্ত্র হলো গান বা মিউজিক এবং মানতে কষ্ট হলেও সত্য,শয়তানের এ অস্ত্রের কাছে আমরা পরাজিত।এখন অনেক মুসলিমই আছে গান শুনে,অথচ গানকে হারাম মনে করে না।

ভাই আপনি কি কখনো শুকরের মাংস খাবেন?মদ খাবেন? এখন আমি যদি তাদের এই প্রশ্নগুলো জিগ্যেস করি তাহলে তারা আমাকে পাগল বলবে।তাহলে,কেন ভাই,গান শুনছেন?কেন এই হারাম কাজের মধ্যে নিজেকে ডুবিয়ে রেখেছেন?কেন?আসুন আজই এই হারাম কাজ থেকে ফিরে আসি।ফিরে আসি রবের দিকে।

গান শোনা হারাম – alquraneralo7

ইসলামে কেন গান শুনা হারাম?: প্রথমত জানা উচিত,ইসলামে সব গান শোনাই হারাম নয়।একটা গান তখনই হারাম হবে,যখন ওই গানে (১)বাদ্যযন্ত্রের ব্যবহার থাকবে।কেননা,রাসুলুল্লাহ (স.) বলেছেন,"আমার উম্মতের মধ্যে একদল লোক থাকবে যারা যেনা,রেশম,মদ ও বাদ্যযন্ত্রকে হালাল মনে করবে'"(সহীহ বুখারী,৫৫৯০)।২)যখন এতে শরীয়ত বিরোধী বা শিরকী কোনো কথা থাকবে।আজকাল বেশিরভাগ গানের বিষয়বস্তুই হলো হারাম রিলেশনশিপ আর হারাম ভালোবাসা।

একজন পুরুষ একজন নন মাহরাম মেয়েকে কি পরিমাণ ভালোবাসে,তা সে গানের মাধ্যমে প্রকাশ করে।বিশেষ করে হিন্দি গান তো এক্ষেত্রে একধাপ এগিয়ে।যেমন একটা হিন্দি গানের উদাহরণ দিলে বুঝতে পারবেন।এই গানটার লিরিক্স হলো,"তুঝমে রব দিখতা হ্যায়,ইয়ারা মে কেয়া কারু,সাজদে সার ঝুকতা হ্যায়,ইয়ারা ম্যায় কেয়া কারু" এর অর্থ হলো,তোর মধ্যে রবকে দেখতে পায়,প্রিয়,আমি কি করবো?তোর সামনে সিজদায় মাথা ঝুকে আসে,বন্ধু আমি কি করবো?।

নাউজুবিল্লাহ। চিন্তা করে দেখেছেন?আর আপনি হয়তো এমনই কোনো শিরকি গান সারাদিন গুনগুন করে গাইছেন।হয়তো এরকম গান শুনতে শুনতেই আপনার একদিন মৃত্যু হলো।তাহলে কি আপনি শিরকের ওপরই মারা যাবেন না?আর আপনি কি একজন মুসলিম হিসেবে চান,মুশরিক হয়ে মারা যেতে?।এখন আসা যাক কেন হারাম ওইটা নিয়ে।পবিত্র কুরআনে আল্লাহ বলেছেন,

"মানুষের মধ্যে কেউ কেউ অজ্ঞ লোকদের আল্লাহর পথ হতে বিচ্যুত করার জন্য অসার বাক্য ক্রয় করে[১] এবং আল্লাহর প্রদর্শিত পথ নিয়ে ঠাট্টা-বিদ্রূপ করে।[২] ওদেরই জন্য রয়েছে অবমাননাকর শাস্তি।" (সূরা লোক্‌মান আয়াত: ৬)।

এখানে আল্লাহ সরাসরি গানের কথা না বললেও আজকে গানের যে সংগা আমরা দেখতে পাচ্ছি তাতে নিঃসন্দেহে বলা যায় আজকালকার গানের কথাগুলো অসার বাক্য ছাড়া আর কিছুই নয়।

এছাড়া ইবনু আব্বাস (র.) হতে বর্ণিত,রাসুলুল্লাহ (স.) বলেছেন,নিশ্চয়ই আল্লাহ তায়ালা মদ,জুয়া ও সব ধরনের বাদ্যযন্ত্রকে হারাম করেছেন।"(বায়হাক্বী, হাদীছ ছহীহ, মিশকাত হা/৪৫০৩; বাংলা মিশকাত ৮ম খণ্ড হা/৪৩০৪)। ঊপদেশ, হাদিস নং ৯৬)

আবু ওমামা (রাঃ) থেকে বর্ণিতঃ রাসূল (সাল্লাল্লাহু 'আলাইহি ওয়াসাল্লাম) বলেছেন, ‘তোমরা গায়িকা নর্তকীদের বিক্রয় কর না, তাদের ক্রয় কর না, তাদের গান-বাজনা ও বাদ্যযন্ত্র শিখিয়ে দিয়ো না, তাদের উপার্জন হারাম’ (ইবনে মাজাহ, মিশকাত হা/ ২৭৮০, ঊপদেশ, হাদিস নং ৯৭)।এরপরও কি ভাই আপনি মানবেন না।?এরপরও কি বিচ্যুত হবেন না হারাম গান বাজনার পথ থেকে?

শায়েখ ইবনে মাসউদ (র.) একটি উক্তি দিয়ে শেষ করতে চাই,ইবনে মাসউদ রাঃ "বলেন গান অন্তরে মুনাফেকী সৃষ্টি করে,যেমন ভাবে পানি ঘাস সৃষ্টি করে।যিকর অন্তরে ঈমান সৃষ্টি করে,যেমন পানি ফসল উৎপন্ন করে।

"ইবনুল কাইয়িম রাঃ বলেন "যে ব্যক্তি সব সময় গান বাজনায় ব্যস্ত থাকে,তার অন্তরে মুনাফেকীও সৃষ্টি হবে, যদিও তার মধ্যে এর অনুভুতি আসবে না।যদি সে মুনাফেকীর হাকিমত বুঝতে পারত,তবে অবশ্যই অন্তরে তার প্রতিফলন দেখতে পেত।কারণ কোন বান্দার অন্তরে কোন অবস্থাতেই গানের মহব্বত ও কোরআনের মহব্বত একত্রে সন্নিবেশিত হতে পারে না।

তাদের একটি অন্যটিকে অবশ্যই দূর করে দিবে।মূল কথা হলো,গান,বাদ্য বাজনা হলো শয়তানের বই।সুতরাং এই বই মহামহিম আল্লাহর কিতাবের সাথে এক অন্তরে সহাবস্থান করতে পারেনা।" মনে রাখবেন,গান হলো অন্তরের মদ।

-কেএল


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ