সোমবার, ১০ মার্চ ২০২৫ ।। ২৫ ফাল্গুন ১৪৩১ ।। ১০ রমজান ১৪৪৬


হাজিদের প্রথম গ্রুপ যেভাবে সম্পন্ন করেছেন তাওয়াফে কুদুম (ভিডিও)

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নুরুদ্দীন তাসলিম।।

আজ হাজিদের মিনায় অবস্থানের দিন। গতকাল শনিবার  ( ১৭ জুলাই) থেকেই মসজিদুল হারামে উপস্থিত হয়েছেন হাজিরা। মসজিদুল হারামের পৌছেই তারা ধীরস্থির ও সাবলীলভাবে সম্পন্ন করেছেন তাওয়াফে কুদুম।

এ সময় স্বাস্থ্য সুরক্ষার বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দেয়া হয়েছে। হাজীদের মাঝে সামাজিক দূরত্বের বিষয়টির প্রতিও কঠোর গুরুত্ব দেয়া হয়েছে। সবার চেহারায় মাস্ক পরার বাধ্যবাধকতার কথাও বারবার স্মরণ করে দেয়া হয়েছে।

হজের আনুষ্ঠানিকতার ধারাবাহিকতায় আজ হাজিরা মিনায় পৌছবেন। আগামীকাল সোমবার (১৯ জুলাই) হজের অন্যতম রোকন আরাফায় অবস্থানের দিন। এই সময় হাজিরা আরাফার ময়দানে অবস্থান করবেন।

বৈশ্বিক মহামারী করোনার কামধ্যে দ্বিতীয়বারের মতো হজ পালন করছেন হাজিরা। এবছর ৬০ হাজার সৌদি নাগরিক ও সৌদি আরবে অবস্থানরত প্রবাসীরা হজ করার সৌভাগ্য লাভ করেছেন।

মক্কা মুকাররমায় আসার আগে হাজিদের ৬ হাজার জন করে কাফেলা বানানো হয়েছে। যারা প্রত্যেক ৩ ঘণ্টা পরপর মসজিদুল হারামে তাওয়াফের জন্য প্রবেশ করছেন। মসজিদুল হারামের দরজা গুলোতে ৭০’র বেশি তাপ নিয়ন্ত্রণ ক্যামেরা লাগানো হয়েছে।

প্রসঙ্গত, হাজীদের স্বাস্থ্য সুরক্ষার জন্য মক্কা মুকাররমায় ১০ টি হাসপাতাল ও ৮২ টি মেডিকেল সেন্টার কেন্দ্র প্রস্তুত রেখেছেন সৌদি সরকার।

ভিডিও

https://twitter.com/i/status/1416309929674252293

সূত্র: আল আরাবিয়া।

এনটি


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ