আওয়ার ইসলাম ডেস্ক: ‘বইয়ের ঝুলি, পাঠক খুঁজি’ স্লোগান নিয়ে ‘আলোর দিশারী ইসলামী পাঠাগার’ অভিনব একটি আয়োজন করেছে। পাঠাগার জগতে যুক্ত করেছে এক নতুন ধারা। ঘরে বসেই পাঠাগার থেকে বই উত্তোলন করার সুবর্ণ সুযোগ।
ঢাকার অদূরে কেরানীগঞ্জ থানাধীন কালিন্দী গ্রামে অবস্থিত এই পাঠাগারটি প্রতিষ্ঠিত হয় ২০১৩ সালে। দীর্ঘ আট বছর যাবত ধারাবাহিক জ্ঞানের আলো ছড়িয়ে যাচ্ছে নিরলসভাবে।
ভ্রাম্যমাণ লাইব্রেরি পাঠাগারটির প্রতিষ্ঠাকালীন স্বপ্ন। দশক পূর্তির মাহেন্দ্রক্ষণে সে স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যে ভূমিকা স্বরূপ কর্মসূচি গ্রহন করা হয়েছে ‘বইয়ের ঝুলি, পাঠক খুঁজি’। ঘরে বসে পাঠাগারের ইনবক্স/নম্বরে যোগাযোগ করলেই হবে। পাঠকের পছন্দের বই নিয়ে দরজায় পৌঁছে যাবে বইয়ের ফেরিওয়ালারা।
আপাতত ঢাকার কেরানীগঞ্জ থানাধীন কালিন্দী ও জিনজিরা ইউনিয়নে এই সেবা দেয়া হচ্ছে। ভবিষ্যতে বড় পরিকল্পনা থাকার কথা জানায় পাঠাগার কর্তৃপক্ষ।
গতকাল ১৩ জুলাই মঙ্গলবার পাঠাগারের একটি প্রতিনিধি দল পাঠকদের বাড়ি বাড়ি বই পৌঁছে দেয়। এতে এলাকায় ব্যাপক সাড়া পাওয়া যায় বলে স্থানীয় সূত্রে জানা যায়।
প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন আলোর দিশারী ইসলামী পাঠাগারের সভাপতি আমিনুল হক রকি, সেক্রেটারি মুহাম্মাদ শিহাব উদ্দীন, সহ-সেক্রেটারি মাহমুদুল হাসান, শিক্ষা-প্রশিক্ষণ সম্পাদক মুহাম্মাদ ইব্রাহিম হুসাইন সাইফ, সহ শিক্ষা-প্রশিক্ষণ সম্পাদক এহসান সাজিদ, সহ-বাইতুল মাল সম্পাদক মুহাম্মাদ শাওন প্রমুখ।
এমডব্লিউ/