রবিবার, ১০ নভেম্বর ২০২৪ ।। ২৫ কার্তিক ১৪৩১ ।। ৮ জমাদিউল আউয়াল ১৪৪৬


যশোরে করোনায় মৃত হিন্দু নারীকে সমাহিত করলো মুসলিমরা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: যশোরের চৌগাছায় করোনায় জোসনা রানী (৭০) নামে এক হিন্দু নারী উপজেলা মডেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। শুক্রবার ভোরে মৃত্যুর পর হাসপাতালের মেজেতে লাশ পড়ে থাকলেও তা নিতে আসেনি তার স্বজন কিংবা স্বজাতির কেউই।

এ খবর জানতে পেরে উপজেলা নির্বাহী অফিসার প্রকৌশলী এনামুল হক স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন অগ্রযাত্রা টিমকে খবর দেন। তারা ভ্যানে করে লাশটি পৌর শহরের কপোতাক্ষ নদের পাড়ে পান্টিপাড়া শ্মশানে সমাহিত করেন।

অগ্রযাত্রা সেচ্ছাসেবী সংগঠনের সভাপতি হাজী হাসিবুর রহমান বলেন, আমরা করোনার সময়ে মানুষের সেবা দেয়ার লক্ষ্যে কাজ করে যাচ্ছি। আজ উপজেলা নির্বাহী অফিসার আমাকে জানান, হাসপাতালে করোনায় মৃত এক হিন্দু নারীর লাশ রয়েছে। দীর্ঘ সময় হাসপাতালের মেজেতে লাশ পড়ে থাকলেও তা নিতে আসেননি তার স্বজন কিংবা স্বজাতির কেউ। ফলে লাশটি সমাহিত করতে হবে। পরে আমরা ভ্যানে করে লাশটি পৌর শহরের কপোতাক্ষ নদের পাড়ে পান্টিপাড়া শ্মশানে সমাহিত করেছি।

এ ব্যাপারে সুখপুকুরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তোতা মিয়া বলেন, বিষয়টি আমি শুনেছি, ঘটনাটি দুঃখজনক। হিন্দুরা কেউ এগিয়ে আসেনি। এমন কি পরিবারের সাথে যোগাযোগ করলে মায়ের লাশ বাড়িতে নিতেও অপারগতা প্রকাশ করেন বৃদ্ধার ছেলেরা। করোনার রোগী হওয়ায় শ্মশান কর্তৃপক্ষ এগিয়ে আসেননি। তবে মুসলিম যুবকরা যারা এ কাজটি করেছেন তাদের আমি সাধুবাদ জানাই।

জোসনা রানী উপজেলার সুখপুকুরিয়া ইউনিয়নের পুড়াপাড়া গ্রামের ক্লাবপাড়ার মৃত সনতোষ কর্মকারের স্ত্রী।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ