রবিবার, ১০ নভেম্বর ২০২৪ ।। ২৫ কার্তিক ১৪৩১ ।। ৮ জমাদিউল আউয়াল ১৪৪৬


পাথরের দাঁত লাগানোর বিষয়ে দেওবন্দের ফতোয়া

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মোস্তফা ওয়াদুদ: সময় থাকতে দাঁতের যত্ন নিন। সময় ফুরিয়ে গেলে আর যত্ন নেয়া হবে না। এমন কথা আমরা অনেক শুনেছি। বিশেষত কোনো কোনো মুরুব্বিগণ বলে থাকেন, যুবক বয়সে দাঁতের যত্ন নেইনি। তাই আজ শক্ত খাবার খেতে পারি না। মজার মজার সুস্বাদু ফল কিংবা গোশত ঠিকমত খেতে পারি না। বৃদ্ধবয়সে এমন অভিযোগ না করতে চাইলে যুবক বয়সেই নিন দাঁতের যত্ন।

তবে আজ জানবো আসল দাঁতের বদলে পাথরের দাঁত লাগানোর বিষয়ে কী বলে শরীয়ত। মোটকথা, কারো যদি আসল দাঁত পড়ে যায়, তাহলে সেই দাঁতের বদলে কি পাথরের দাঁত লাগানো যাবে? এমনই একটি প্রশ্ন দারুল উলুম দেওবন্দের ওয়েবসাইটে করেন জনৈক ব্যক্তি।

প্রশ্নে তিনি উল্লেখ করেন, আমার পরিচিত একজন মানুষের আসল দাঁত পড়ে গেছে। এখন তিনি কি পাথরের দাঁত লাগাতে পারবেন?

এ প্রশ্নের জবাবে দেওবন্দ থেকে বলা হয়, হ্যাঁ! ঐ ব্যক্তি তার পড়ে যাওয়া দাঁতের জায়গায় পাথরের দাঁত লাগাতে পারবেন। শরীয়তে এতে কোনো বিধিনিষেধ নেই।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ