শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪ ।। ৫ আশ্বিন ১৪৩১ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
খুলনা জেলা বিএনপির আহ্বায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা নেতানিয়াহুকে হত্যাচেষ্টার অভিযোগে ইসরায়েলি নাগরিক গ্রেপ্তার 'উলামায়ে কেরামদের বাদ দিয়ে দেশের উন্নয়ন অসম্ভব'   নিউইয়র্কে যাদের সঙ্গে বৈঠক হতে পারে প্রধান উপদেষ্টার গাজাজুড়ে ইসরায়েলের নৃশংস হামলা, নারী-শিশুসহ নিহত ২৮ ফিলিস্তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে সকল প্রকার রাজনীতি বন্ধের সিদ্ধান্ত 'ঢাবি ও জাবির হত্যাকাণ্ডে জড়িত খুনীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে' ঢাবিতে যুবক হত্যায় ছাত্রলীগ নেতাসহ ৩ জন আটক কওমী মাদরাসার ছাত্রদেরকে বিসিএস এ অংশগ্রহণের সুযোগ না দেওয়া বৈষম্য: মুফতী ফয়জুল করীম শায়খে চরমোনাই  সাগর-রুনি হত্যার বিচারের দাবিতে ঢাকায় সাংবাদিকদের বিক্ষোভ সমাবেশ

জাপানে ভূমিধসে নিখোঁজের সংখ্যা বেড়ে ৮০

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: জাপানে প্রবল বৃষ্টিপাতে যে ভূমিধস হয়েছে তাতে দুদিনে নিখোঁজের সংখ্যা দাঁড়িয়েছে ৮০ জনে। ভুক্তভোগীদের জীবিত উদ্ধারের আশায় প্রাণপণ চেষ্টা করছে স্থানীয় প্রশাসন।

প্রশাসনের দেয়া তথ্য উদ্ধৃত করে রয়টার্স সোমবার জানিয়েছে, এখন পর্যন্ত তিনজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

টেলিভিশনের এক ভিডিও ফুটেজে দেখা যায়, টোকিও’র দক্ষিণ-পশ্চিমের শহরটিতে কাদাযুক্ত পানির প্রবল স্রোতের তোড়ে বেশ কিছু ভবন ভেসে যেতে এবং আরও অনেক ঘরবাড়ি ধ্বংস ও মাটির নিচে চাপা পড়তে।

জাপানের সরকারি টেলিভিশন এনএইচকে এক প্রতিবেদনে জানায়, অঞ্চলটিতে কয়েকদিন ধরে ভারী বৃষ্টিপাত হচ্ছিল। প্রধানমন্ত্রী ইউশিহিদে সুগা এই ঘটনায় এক জরুরি টাস্কফোর্স গঠন করেছেন।

দুর্যোগ স্থলের কাছে অবস্থিত মন্দিরের এক নেতা এনএইচকে’কে বলেন, ‘বিকট শব্দ শুনতে পাওয়ার পর আমি ভূমিধস দেখতে পাই। সেখানের লোকজনদের  উদ্ধার করে নিরাপদ স্থানে সরিয়ে নিতে উদ্ধার কর্মীদের ডাকা হয়েছে। এ সময় আমি দৌড়ে উঁচু ভূমিতে উঠি। পরে ফিরে এসে দেখি, সেখানকার অনেক ঘরবাড়ি মাটিতে চাপা পড়েছে এবং মন্দিরের সামনে রাখা গাড়িগুলো পানিতে ভেসে গেছে।

অতামি’র এক কর্মকর্তা জানান, স্থানীয় সময় সকাল সাড়ে ১০টার দিকে এই ভূমিধসের ঘটনা ঘটে। এর ফলে অনেক ঘরবাড়ি মাটির নিচে চাপা পড়ে। কিছু ঘরবাড়ি কাদাযুক্ত পানির স্রোতের তোড়ে ভেসে যায়।

টোকিও ইলেকট্রিক পাওয়ার কোম্পানি (টেপকো) জানিয়েছে, ভূমিধসের কারণে অঞ্চলটির দুই হাজার আটশো’র বেশি ঘরবাড়ি বিদ্যুৎহীন হয়ে পড়েছে।

এনটি


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ