শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪ ।। ৫ আশ্বিন ১৪৩১ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৬


সিলওয়ানে ফিলিস্তিনিদের আবাসিক ভবন দখল করলো ইসরায়েলি বসতিস্থাপনকারী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ড জেরুসালেমের সিলওয়ান মহল্লার ওয়াদি হিলওয়েহ এলাকার স্থানীয় ফিলিস্তিনি বাসিন্দাদের এক আবাসিক ভবন দখল করে নিয়েছে ইসরাইলি বসতিস্থাপনকারীরা। বৃহস্পতিবার রাতে ওই ভবন দখল করা হয় বলে ফিলিস্তিনি সংবাদমাধ্যম প্যালেস্টিনিয়ান ইনফরমেশন সেন্টারে প্রকাশিত খবরে জানানো হয়।

ওয়াদি হিলওয়েহ তথ্য কেন্দ্র থেকে জানা গেছে, কয়েক ডজন মুখোশধারী ইসরাইলি পুলিশ ও বসতিস্থাপনকারীরা ওয়াদি হিলওয়েহতে তাণ্ডব চালিয়েছে। এ সময় তারা আল-ফাকহুরি প্রাঙ্গণ এলাকার প্রবেশপথ ট্রাক দিয়ে বন্ধ করে দেয় এবং স্থানীয়দের ওই এলাকায় যেতে বাধা দেয়। পরে তারা একটি বাড়ির সদর দরজা দিয়ে ঢুকে ওই বাড়িটি দখল করে নেয়। এই সময় ওই বাড়ির বাসিন্দারা ঘরে ছিল না।

তথ্য কেন্দ্রের বিবৃতিতে আরো জানানো হয়, আশেপাশের বিভিন্ন ইহুদি বসতি থেকে মধ্যরাতের পর ২০ জনের বেশি বসতি স্থাপনকারী ওয়াদি হিলওয়েহ মহল্লায় আক্রমণ করে। এ সময় ইসরাইলি সেনাবাহিনীর সদস্যরা তাদের মদদ দেয়।

ইহুদিদের দখল করা আবাসিক ভবনটি দুই তলাবিশিষ্ট। ভবনটি ১৬০ স্কয়ার মিটার এলাকা জুড়ে তৈরি।

এর আগে বুধবার ইসরাইলি সেনারা ওয়াদি হিলওয়েহ মহল্লার প্রবেশপথে নজরদারির জন্য সিসিটিভি ক্যামেরা স্থাপন করেছে।

সূত্র: মিডলইস্ট মনিটর

এনটি


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ