শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪ ।। ৫ আশ্বিন ১৪৩১ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৬


ভারতে ভরা বর্ষায় নদীতে নেমে সেলফি, প্রবল স্রোতে ভেসে গেলেন ৩ যুবক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: ভরা বর্ষায় নদীতে নেমে মোবাইলে সেলফি তুলতে গিয়ে ভারতের পশ্চিমবঙ্গে ৩ যুবক প্রবল স্রোতে ভেসে গেছেন। এর মধ্যে দুই  যুবকের মৃত্যু হয়েছে।

শুক্রবার মালদার পুখুরিয়া থানার মাগুরায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

মৃতরা হলেন- বিবেক রোশন (২২) ও আসিফ হোসেন (২২)।

এছাড়া আনোয়ার শেখ নামের এক যুবককে জীবিত উদ্ধার করা হয়েছে। হাসপাতালে চিকিৎসা চলছে তার।

হিন্দুস্তান টাইমস জানিয়েছে, ভরা বর্ষায় মহানন্দা নদীর স্লুইস গেটটি খুলে দিয়েছে সেচ দপ্তর। সেখানে নেমে গত কয়েকদিন ধরে দাপাদাপি করছে স্থানীয় কিছু যুবক।

শুক্রবার কুতুবগঞ্জের বাসিন্দা তিন যুবক জলকেলি করতে যান। প্রবল স্রোতে দাঁড়িয়ে সেলফি তোলার চেষ্টা করেন তারা। এরপর একসঙ্গে ভেসে যান তিনজনই।

এ সময় স্থানীয়দের চেষ্টায় দুজনের নিথর দেহ উদ্ধার হয়। আর একজনকে জীবিত অবস্থায় উদ্ধার করে সামসি হাসপাতালে ভর্তি করা হয়।

এ ঘটনায় প্রশাসনিক গাফিলতির অভিযোগ করেছেন স্থানীয়রা। তাদের অভিযোগ, স্লুইস গেট খোলার পর থেকেই যুবকরা সেখানে নানা রকম বিপজ্জনক কাজকর্ম করছেন। অথচ পুলিশ বাধা দিচ্ছে না।

এনটি


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ