শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪ ।। ৫ আশ্বিন ১৪৩১ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৬


চিকিৎসার ব্যয় সামলাতে না পেরে চিরকুট লিখে করোনা রোগীর আত্মহত্যা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: চিকিৎসার ব্যয়ভার বহন করতে না পেরে চিরকুট লিখে এক করোনা রোগী আত্মহত্যা করেছেন।ঘটনাটি সাতক্ষীরার কলারোয়া উপজেলার কেরালকাতা ইউনিয়নের ইলিশপুর গ্রামে ঘটেছে।

কলারোয়া উপজেলার কেরালকাতা ইউনিয়নের ইলিশপুর গ্রামের জালাল উদ্দীনের ছেলে আজগর আলীকে (৬০) ভোরে নিজ বাড়ির পাশের একটি আমগাছের ডাল থেকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করে পুলিশ।

কেরালকাতা ইউপি চেয়ারম্যান স. ম. মোরশেদ আলী জানান, আজগর আলি ১৪ দিন আগে করোনায় আক্রান্ত হন। পরে তিনি কোনো হাসপাতালে ভর্তি না হয়ে নিজ বাড়িতে চিকিৎসা নিচ্ছিলেন। করোনা রোগীর চিকিৎসার জন্য প্রচুর টাকা খরচ-এমনই একটি চিরকুট কাছে রেখে শনিবার ভোরে তিনি বাড়ির পাশে আমগাছের ডালে গলায় রশি দিয়ে আত্মহত্যা করেন।

লাশের সুরতহাল রিপোর্ট প্রস্তুতকারী কর্মকর্তা কলারোয়ার থানার এসআই রেজাউল ইসলাম জানান, আজগার আলি আত্মহত্যা করেছেন। তিনি একটি চিরকুট লিখে কাছে রাখেন। চিরকুটে তিনি লিখেছেন, করোনা রোগীর চিকিৎসার জন্য প্রচুর টাকা খরচ হচ্ছে। খরচের এ টাকা তিনি সামলাতে পারছেন না। এ জন্য তিনি এ পথ বেছে নিয়েছেন। তার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ