শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪ ।। ৫ আশ্বিন ১৪৩১ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৬


রামপাল বিদ্যুৎকেন্দ্রের জন্য ভারত থেকে আসছে কয়লার প্রথম চালান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: রামপাল বিদ্যুৎকেন্দ্রের জন্য সুন্দরবন হয়ে নদী পথে কয়লার প্রথম চালান বাংলাদেশের উদ্দেশে পাঠিয়েছে ভারত।

ভারতীয় সংবাদ মাধ্যম দা হিন্দু জানিয়েছে, শুক্রবার এসএমপি (শ্যামা প্রসাদ মুখার্জী বন্দর) কলকাতার নেতাজী সুভাষ ডক (এনএসডি) থেকে প্রায় চার হাজার টন কয়লা বাংলাদেশের উদ্দেশে রওনা করে।

সুন্দরবনের অদূরে বাগেরহাটের রামপালে ভারতের এনটিপিসি ও বাংলাদেশের পিডিবির যৌথ উদ্যোগে ভারত-বাংলাদেশ ফ্রেন্ডশিপ রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের জন্য ঝাড়খণ্ডের ধানবাদ থেকে এই কয়লা আনা হচ্ছে।

৩ হাজার ৮০০ টনের প্রথম চালান কলকাতা বন্দরে খালাসের পর বিদ্যুৎকেন্দ্রের জন্য নির্ধারিত ক্যাপটিভ জেটিতে নিয়ে যাওয়া হয়। জেডএস লজিস্টিকসের মাধ্যমে গোদাবরি কমোডিটিজ এই কয়লার রপ্তানিকারক।

প্রতিবেদনে বলা হয়, এসএমপি কোলকাতা থেকে প্রতি মাসে ২০ হাজার টন ভারতীয় বাংলাদেশে যাবে বলে আমরা আশা করছি।

ভারতের সঙ্গে যৌথ উদ‌্যোগে ১৩০০ মেগাওয়াট ক্ষমতার বিদ‌্যুৎকেন্দ্র হচ্ছে, যা বিশ্ব ঐতিহ‌্য সুন্দরবনের পরিবেশ ও প্রতিবেশ হুমকিতে ঠেলে দেবে দাবি করে এর বিরুদ্ধে আন্দোলন করছে বাম দলগুলো।

এনটি


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ