শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪ ।। ৫ আশ্বিন ১৪৩১ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৬


জম্মুতে ড্রোন হামলা নিয়ে ভারতের অভিযোগের কড়া জবাব পাকিস্তানের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: ভারতনিয়ন্ত্রিত কাশ্মীরের জম্মু বিমানবন্দরে সম্প্রতি যে ড্রোন হামলা হয়েছে, তাতে পাকিস্তান জড়িত বলে দিল্লি যে অভিযোগ করেছে, তা প্রত্যাখ্যান করেছে ইসলামাবাদ।

পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় বুধবার এক বিবৃতিতে ভারতের এ ধরনের ভিত্তিহীন অভিযোগ দায়িত্বজ্ঞানহীন কাজ বলে অভিহিত করা হয়।

এর আগে ভারতের স্বরাষ্ট্র থেকে পাঠানো এক বিবৃতিতে ওই হামলার জন্য পাকিস্তানই দায়ী বলে ইঙ্গিত করা হয়।

উল্লেখ্য, গত শনিবার রাতে জম্মু বিমানবন্দরে ভারতীয় বিমানবাহিনীর ঘাঁটিতে পাঁচ মিনিটের ব্যবধানে দুটি ড্রোন হামলা হয়।

শনিবার স্থানীয় সময় রাত ১টা ৩৭ মিনিটে প্রথম হামলা এবং ১টা ৪৩ মিনিটে দ্বিতীয় ড্রোন হামলাটি হয়।

ভারতীয় বিমানবাহিনীর ওই ঘাঁটিটি পাকিস্তান সীমান্ত থেকে মাত্র ১৪ কিলোমিটার দূরে অবস্থিত। এ কারণে ভারত এ হামলায় পাকিস্তান জড়িত বলে সন্দেহ করছে।

ভারতীয় বিমানবাহিনীর ঘাঁটিতে এটিই প্রথম ড্রোন হামলা বলে মনে করা হচ্ছে। ঘটনাটি তদন্ত করে দেখছে ভারতীয় বিমানবাহিনী (আইএএফ)। বিস্ফোরণে আইএএফের দুই সদস্য আহত হয়েছেন, তবে তাদের আঘাত তেমন গুরুতর নয়।

এনটি


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ