শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪ ।। ৫ আশ্বিন ১৪৩১ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র ছাড়া ইসরায়েলকে স্বীকৃতি দেওয়া হবে না: সৌদি যুবরাজ প্রেসিডেন্ট নির্বাচনে হারলে দায় বর্তাবে ইহুদিদের ওপর: ট্রাম্প পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে সরকার, সবাইকে শান্ত থাকার আহ্বান প্রধান উপদেষ্টার আ.লীগ নেতাকর্মীর প্রভাবে নিউ ইয়র্কে ড. ইউনূসের সংবর্ধনা বাতিল আইন নিজের হাতে তুলে নিলে কঠোর ব্যবস্থা ইসলামি লেখক ফোরামের বৈঠক অনুষ্ঠিত, আসছে নতুন কর্মসূচি সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান কারাগারে উত্তপ্ত খাগড়াছড়িতে ১৪৪ ধারা জারি খুলনা জেলা বিএনপির আহ্বায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা নেতানিয়াহুকে হত্যাচেষ্টার অভিযোগে ইসরায়েলি নাগরিক গ্রেপ্তার

কঠোর লকডাউনে পাল্টে গেছে দেশের ব্যস্ততম দৌলতদিয়া ফেরিঘাটের চিত্র

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: কঠোর লকডাউনের প্রথমদিন বৃহস্পতিবার দেশের অত্যন্ত ব্যস্ততম দৌলতদিয়া-পাটুরিয়া নৌ-রুট ছিল একেবারেই নিষ্প্রাণ। বেশিরভাগ ফেরি ছিল ঘাটে বাঁধা।

অনেকক্ষণ পরপর কিছু পণ্যবাহী গাড়ি একত্রে হলে সেগুলো নিয়ে ঘাট ছাড়ে একেকটি ফেরি। এছাড়া অনেক আগে থেকই বন্ধ রয়েছে রুটের লঞ্চ চলাচল।

দেখা গেছে, সদা কর্মচঞ্চল দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় কঠোর বিধিনিষেধের কারণে নেই তেমন কোনো লোকজন। দোকানপাট সব বন্ধ। তেমন একটা যানবাহন নেই। তবে জরুরি সেবার আওতায় কিছু পণ্যবাহী ট্রাক ও অ্যাম্বুলেন্স পারাপার হলেও ছিল না কোনো যাত্রী।

স্থানীয় বাসিন্দা কামাল হোসেন, নুরুল ইসলাম, বাবু মোল্লাসহ অনেকেই জানান, লকডাউনে ঘাটে গত কয়েকদিন প্রচুর লোকজনের সমাগম থাকলেও আজকের ঘাট একেবারেই ফাঁকা। আগের লকডাউন আর আজকের লকডাউনের চিত্র পুরোপুরিই ভিন্ন। সব হোটেল, দোকান পাট বন্ধ, নেই হকারদের হাঁকডাক। যেন ভূতুরে এক ঘাট।

বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট শাখার মহাব্যবস্থাপক ফিরোজ শেখ জানান, দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ছোট-বড় ১৫টি ফেরি চলাচল করছে। গত কয়েকদিন ঘাটে যাত্রীর চাপ থাকলেও আজকে ঘাট এলাকা একেবারেই ফাঁকা। তবে জরুরি পরিসেবায় নিযুক্ত অ্যাম্বুলেন্স ও কিছু পণ্যবাহী ট্রাক পারাপার হচ্ছে।

গোয়ালন্দ ঘাট থানার ওসি আব্দুল্লাহ আল তায়াবীর জানান, ঘাটসহ পুরো উপজেলা জুড়ে কঠোর লকডাউন বাস্তবায়নে পুলিশ ও প্রশাসনের কর্মকর্তারা সদা তৎপর রয়েছে। পুলিশের কঠোর নজরদারিতে সড়ক-মহাসড়কে অনুমোদনহীন যানবাহন ও যাত্রী নেই। রাস্তাঘাট একেবারেই ফাঁকা। তবে অ্যাম্বুলেন্স ও জরুরি পণ্যবাহী কিছু ট্রাক ফেরিতে পারাপার হচ্ছে। অন্য কোনো যানবাহন বিনা কারণে মহাসড়কে চলাচল করলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।

এনটি


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ