শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪ ।। ৫ আশ্বিন ১৪৩১ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র ছাড়া ইসরায়েলকে স্বীকৃতি দেওয়া হবে না: সৌদি যুবরাজ প্রেসিডেন্ট নির্বাচনে হারলে দায় বর্তাবে ইহুদিদের ওপর: ট্রাম্প পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে সরকার, সবাইকে শান্ত থাকার আহ্বান প্রধান উপদেষ্টার আ.লীগ নেতাকর্মীর প্রভাবে নিউ ইয়র্কে ড. ইউনূসের সংবর্ধনা বাতিল আইন নিজের হাতে তুলে নিলে কঠোর ব্যবস্থা ইসলামি লেখক ফোরামের বৈঠক অনুষ্ঠিত, আসছে নতুন কর্মসূচি সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান কারাগারে উত্তপ্ত খাগড়াছড়িতে ১৪৪ ধারা জারি খুলনা জেলা বিএনপির আহ্বায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা নেতানিয়াহুকে হত্যাচেষ্টার অভিযোগে ইসরায়েলি নাগরিক গ্রেপ্তার

প্রাণীদের প্রতি সদাচরণে আল্লাহওয়ালাগণের ভূমিকা কেমন ছিলো

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুযযাম্মিল হক উমায়ের হযরতওয়ালা হারদুঈ আল্লামা আবরারুল হক হক্কী রাহিমাহুল্লাহু তাআলা বলেন, প্রকৃত মুসলমান, সৎ চরিত্রবান মুসলমান কাউকে কষ্ট দেয় না৷ মানুষকে কষ্ট দেয়া তো দূরের কথা তাঁরা আল্লাহ তাআলার সৃষ্ট কোন মাখলুকাতকেই কষ্ট দেন না৷ তাঁদের দ্বারা কেউ যেনো কষ্ট না পায় সেইদিকে সর্বদাই সজাগ-সচেতন থাকতেন৷ অন্যদের সুখ-শান্তি, আরাম-আয়েশের প্রতি তাঁরা ছিলেন অতন্দ্র প্রহরী৷ তাঁদের মহৎ এই গুণটির দুটি ঘটনা নিচে ধরে তুলা হলো,

সাইয়েদ আহমদ কবীর রিফায়ী রাহিমাহুল্লাহু তাআলা নামে একজন বুযুর্গ ছিলেন৷ তাঁর জীবনীতে পাওয়া যায়, তাঁর প্রতিদিনের আমল ছিলো, আযান হওয়ার সাথে সাথেই তিনি মসজিদে যাওয়ার প্রস্তুতি নিতেন৷ আযান তো সাধারণত মাগরিবের নামায ব্যতিত অন্যান্য নামাযের পনেরো মিনিট বা আধাঘন্টা আগে দেয়া হয়৷ একদিন ঘটনা, তিনি লেখাপড়া বিষয়ে কিছু কাজ করতেছিলেন৷ গায়ে এ্যারাবিয়ান জুব্বা ছিলো৷ জুব্বাটি বেশ বড় ছিলো৷ জুব্বার আঁচল একদিকে মাটিতে বিছিয়ে ছিলো৷ সেই আঁচলে বিড়াল এসে ঘুমিয়ে পড়ে৷ বিড়াল সাধারণত অন্যান্য প্রাণীর তুলনায় মানুষপ্রীয়৷ এই সময়ে আযান হয়ে যায়৷

এখন কী করবেন চিন্তায় পড়ে যান৷ বিড়ালের আরামের দিকে তাকালে সারা জীবনের নিয়মিত আমল আযানের সাথে সাথে মসজিদে যাওয়া ছুটে যায়৷ অন্যদিকে মসজিদে চলে গেলে বিড়ালের ঘুম ভেঙে যাওয়ার কারণে বিড়ালটি কষ্ট পায়৷ উভয়দিকই তাঁর কাছে অনেক গুরুত্বপূর্ণ এবং করণীয় কাজ৷ কিন্তু সমাধান কী তা নিয়ে চিন্তায় পড়ে যান৷ অবশেষে উভয়টি করণীয় কাজ পালন করার প্রিয় ইচ্ছেকে জিইয়ে রাখতে এবং বিড়ালকে কষ্ট না দিয়ে আরাম পৌঁছানোর লক্ষ্যে একটি পদ্ধতি বের করলেন৷

তিনি ঘর থেকে কাঁচি আনালেন৷ এবং জামার যে দিকে বিড়াল শুয়ে আছে সেটিকে কেঁচি দ্বারা কেটে দিলেন৷ এতেকরে কেটে পেলা জুব্বার অংশটিতে বিড়াল স্বাচ্ছন্দে আরামে ঘুমিয়ে আছে৷ আর তিনি কাটা জামা নিয়েই প্রতিদিন আযানের সাথে সাথে মসজিদে যাওয়ার আমল বজায় রাখার উদ্দেশ্যে মসজিদের দিকে পথ ধরলেন৷ নামায পড়ে এসে দেখেন, বিড়াল ঘুম পেড়ে চলে গেছে৷ তিনি জামার কাটা অংশটি নিয়ে জামার সাথে সেলাই করে নিলেন৷

হযরত বলেন, এরচেয়েও আরেকটি আশ্চর্য ঘটনা বলি৷ এক বুযুর্গ চিনি কেনার জন্যেদোকানে গেলেন৷ চিনি কিনে বাড়ি চলে আসেন৷ বাজার থেকে বাড়ি এক মাইল বা আধা মাইলের দূরত্ব ছিলো৷ বাড়িতে গিয়ে যখন চিনির পোটলা খুললেন, দেখেন চিনির সাথে তিন চারটি পিঁপড়াও চলে গেছে৷ পিঁপড়া দেখে তার মনে হলো, এরা তো নিজেদের বংশ, এবং পরিবার ছেড়ে চলে এসেছে৷ এরা একাকী হয়ে যাওয়ার কারণে তো এদের কষ্ট হচ্ছে৷ এই ভেবে তিনি সাথে সাথেই পোটলা নিয়ে দোকানের দিকে রওয়ানা হলেন৷

দোকানদার ক্রেতার দ্রুত যাওয়া দেখে ভয় পেয়ে গেলেন৷ এবং বললেন, ভাই! ওজনে কী কম হয়েছে? না আপনার অন্য কোন অভিযোগ আছে? উত্তরে বুযুর্গ বললেন, আপনার উপর কোন অভিযোগ নেই৷ আমি আসছি তার কারণ হলো, এই চিনির সাথে তিন চারটি পিঁপড়া চলে গেছে৷ তাই ভাবলাম তাদের পরিবার ছেড়ে চলে যাওয়াতে এদের কষ্ট হবে৷ তাদেরকে পৌঁছে দেয়ার জন্যে আপনার দোকানে নিয়ে আসলাম৷ যেনো তারা তাদের পরিবারের সাথেই থাকতে পারে৷ একাকীত্বের কারণে তাদের কষ্ট হোক সেটি আমি চাই না৷

হযরত বলেন, এখন বলুন, যারা পিঁপড়া এবং বিড়ালকেও কষ্ট দেন না৷ তাদের হকের প্রতি এতো লক্ষ্য রাখেন৷ তাহলে তাঁরা কি মানুষকে কষ্ট দিতে পারেন? এই ছিলো বুযুর্গদের আসল পরিচয়৷ বর্তমানে আমাদের অবস্থা কেমন হয়ে গেলো?

(এসব তো দূরের কথা, বর্তমানের অবস্থা তো হলো, মানুষকে মানুষ মনে করা হয় না৷ মানুষকে মেরে ফেলা সেসব থেকে সহজ হয়ে গেছে৷ আর মানুষকে কষ্ট দেয়া তো কোন ব্যাপারই না৷ অন্যের হক নষ্ট করা তো নিত্যদিনের রুটিন৷ মহান রাব্বে কারীম আমাদেরকে মাফ করুন৷ আমাদের মধ্যে প্রকৃত মুসলমান হওয়ার বৈশিষ্ট দান করুন৷ আমীন৷

-এটি


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ