শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪ ।। ৫ আশ্বিন ১৪৩১ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
দেশের বিভিন্ন সেক্টরে অস্থিরতা সৃষ্টির পাঁয়তারা করছে পরাজিত শক্তি: চরমোনাই পীর ‘শিক্ষা কমিশনে দেশের সর্বমহলে শ্রদ্ধেয় আলেমদের অন্তর্ভুক্ত করতে হবে’ আলমডাঙ্গায় রাসূল (সা.)-কে নিবেদিত কবিতা পাঠ ছাত্র-জনতার ওপর গুলি বর্ষণকারী শাহবাগ থানা আ.লীগের সাংগঠনিক সম্পাদক গ্রেফতার পার্বত্য জেলায় চলমান পরিস্থিতি সম্পর্কে যা জানাল আইএসপিআর ঢাবিতে ছাত্র রাজনীতি নিষিদ্ধের সিদ্ধান্ত অযৌক্তিক : ইসলামী ছাত্র আন্দোলন স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র ছাড়া ইসরায়েলকে স্বীকৃতি দেওয়া হবে না: সৌদি যুবরাজ প্রেসিডেন্ট নির্বাচনে হারলে দায় বর্তাবে ইহুদিদের ওপর: ট্রাম্প পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে সরকার, সবাইকে শান্ত থাকার আহ্বান প্রধান উপদেষ্টার আ.লীগ নেতাকর্মীর প্রভাবে নিউ ইয়র্কে ড. ইউনূসের সংবর্ধনা বাতিল

আযানের সময় তিলাওয়াত, যিকির, দীনি আলোচনার বিষয়ে শরিয়তের বিধান!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুযযাম্মিল হক উমায়ের।।

হারদুঈ হযরত আল্লামা আবরারুল হক হক্কী রাহিমাহুল্লাহৱ তাআলা বলেন, এই সময় একটি মাসআলাও বলে দিই৷ যদি কোন ব্যক্তি তিলাওয়াত করতে থাকে৷ বা যিকির করতে থাকে৷ তিলাওয়াত, যিকির চাই মসজিদে করতে থাকুক চাই অন্য কোথাও৷ তখন যদি আযান শুরু হয়ে যায়, তাহলে সাথে সাথে তিলাওয়াত, যিকির বন্ধ করে দিবে৷ এবং আযানের উত্তর দিবে৷

আর যদি দীনি আলোচনা হতে থাকে৷ ওয়াজ হতে থাকে৷ নসিহত চলতে থাকে৷ দরস চলতে থাকে৷ তখন যদি আযান শুরু হয়ে যায়, তাহলে সেগুলো বন্ধ করে দিয়ে আযানের উত্তর দেয়া জরুরি নয়৷

হ্যাঁ, যদি এসব বন্ধ করে দিয়ে আযানের উত্তর দেয়, তাহলে সেটিও নিষেধ নয়৷ তবে যদি আলোচনা শেষ হয়ে থাকে, তাহলে বন্ধ করে আযানের উত্তর দিতে হবে৷ আর যদি আলোচনা বাকী থাকে এবং পরে আর আলোচনা শেষ করার সুযোগ না থাকে৷ সময়ের স্বল্পতা থাকে, তাহলে আলোচনা চালু রাখতে পারবে৷ এবং আলোচনা শেষ করতে পারবে৷

হযরত বলেন, প্রত্যেক অবস্থার বিধান আলাদা আলাদা৷ অবস্থার পরিবর্তনে তার বিধানও পরিবর্তন হয়ে যায়৷ যেমন, একজন ডাক্তার রোগীকে জিজ্ঞেস করলো শরীরে জ্বরের পরিমান কতো৷ বলা হলো, সারে আটা নব্বই ডিগ্রী৷ উত্তর শুনে ডাক্তার সাহেব বললেন, আরে রোগী তো সুস্থ৷ এটি জ্বর নয়৷ বরং শরীরের তাপ৷

আর যদি বলা হয়, জ্বর নিরানব্বই বা একশো ডিগ্রী হয়ে গেছে, তখন ডাক্তার সাহেব বলেন, তাহলে তো রোগী জ্বরে আক্রান্ত৷ রুটি খাওয়া বন্ধ৷ গোশত খাওয়া বন্ধ৷ খানাপিনা সব বন্ধ৷ এখানে রোগীর ফর্মূলা দুই রকম হওয়ার কারণ কী? কারণ হলো, শরীরের তাপমাত্রার পরিবর্তন৷ থারমো মিটারের পয়েন্ট ওঠানামা করার কারণে রোগীর অবস্থা ভিন্ন রকম হওয়াতে সাথে সাথে ডাক্তার সাহেবের সিদ্ধান্ত পরিবর্তন হয়ে গেছে৷ বিধান পরিবর্তন হয়ে গেছে৷ সুতরাং বুঝতে হবে, মানুষের শারিরীক অসুস্থতার অবস্থাভেদে যেমন চিকিৎসা ভিন্ন ভিন্ন হয়ে যায়, ইসলামের বিধানও ব্যক্তির অবস্থার প্রকারভেদে শরীয়তে ভিন্ন ভিন্ন হয়ে থাকে৷ এই কথ বলার সুযোগ নেই যে, ইসলামে একই বিষয়ে বিধান ভিন্ন ভিন্ন আরোপ করে বিশৃঙ্খলা সৃষ্টি করা হয়েছে৷

-এটি


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ