আন্তর্জাতিক ডেস্ক: ভারতে টুইটারের প্রধান মণীশ মাহেশ্বরীকে মঙ্গলবার আটক করেছে উত্তরপ্রদেশ পুলিশ।
টুইটারে কাশ্মীরকে ভারতের মানচিত্র থেকে আলাদা প্রকাশ নিয়ে যে বিতর্ক তৈরি হয়েছে, সে জন্য তাকে আটক করা হয়েছে। সংবাদ সংস্থা এএনআই সূত্রের বরাতে এ তথ্য নিশ্চিত করেছে আনন্দবাজার পত্রিকা।
বজরং দলের এক নেতা এই ম্যাপ নিয়ে উত্তরপ্রদেশের বুলন্দশহরে অভিযোগ করেন। সেই অভিযোগের ভিত্তিতে দায়ের হয় এফআইআর।
ভারতীয় দণ্ডবিধির ৫০৫(২) ধারা এবং তথ্যপ্রযুক্তি আইনের ৭৪ নম্বর ধারায় মণীশের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে উত্তরপ্রদেশ পুলিশ। এর পরই আটক করা হলো তাকে।
প্রসঙ্গত, সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে ভারতের মানচিত্র থেকে কাশ্মিরকে আলাদা করে দেখানো হয়েছে। এর জেরে ভারতের কেন্দ্রীয় সরকার আপত্তি জানিয়েছে বলে ভারতীয় সংবাদমাধ্যমে সোমবার প্রকাশ করা হয়।
খবরে বলা হয়, টুইটারের ক্যারিয়ারে অংশের টুইপলাইফে প্রদর্শন করা বিশ্ব মানচিত্রে কাশ্মিরকে ভারত থেকে আলাদা দেখানো হয়।
এর পরিপ্রেক্ষিতে ইতোমধ্যেই ভারতে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনা শুরু হয়েছে। অনেক ভারতীয় নাগরিক টুইটারকে ভারতীয় স্বার্থের প্রতি বৈরী মনোভাব প্রদর্শনের জন্য সমালোচনা করেন।
ভারতীয় সংবাদমাধ্যমের খবরে জানানো হয়, টুইটারে প্রদর্শিত এই মানচিত্রের জেরে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে ভারতীয় আইনে ব্যবস্থা নেয়ার জন্য দেশটির সরকার চিন্তা করছে।
এর আগে গত বছরের অক্টোবরে টুইটারের জিওট্যাগে কাশ্মিরকে চীনের অংশ হিসেবে উল্লেখ করার প্রতিবাদে টুইটারের কাছে নোটিশ পাঠিয়েছিল ভারত সরকার। ওই সময় টুইটারের প্রধান নির্বাহী কর্মকর্তা জ্যাক ডোরেসের কাছে চিঠিতে দিল্লি তার অসন্তোষ জানায়।
এনটি