মঙ্গলবার, ১১ মার্চ ২০২৫ ।। ২৬ ফাল্গুন ১৪৩১ ।। ১১ রমজান ১৪৪৬

শিরোনাম :

কানাডায় ফের হামলার শিকার এক মুসলমান, কেটে ফেলা হল দাড়ি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

জুলফিকার জাহিদ।।

কানাডায় ইসলামফোবিয়ার ঘটনা বেড়েই চলেছে। দেশটিতে আরো এক মুসলমানের ওপর দু’জন অজ্ঞাত চাকুধারী হামলা চালিয়েছে। এসময় তার দাড়ির কিছু অংশ কেটে ফেলেছে সেই হামলাকারীরা। হামলায় আহত ব্যক্তির নাম কাশেফ। তিনি পাকিস্তানি বংশোদ্ভূত বলে জানা গেছে।

শুক্রবার স্থানীয় সময়, ভোর ৫ টার দিকে এ ঘটনা ঘটে।

কানাডার স্থানীয় সংবাদমাধ্যম সিবিসির খবরে জানানো হয়েছে, কানাডার স্যাসকাচুয়ান  প্রদেশের রাজধানী স্যাস্কটুনে সকাল বেলা রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় পাকিস্তানি বংশোদ্ভূত এক মুসলমানের উপর হামলা চালায় দুই অজ্ঞাত চাকুধারী। এতে সেই ব্যক্তি গুরুতর আহত হন।

আন্তর্জাতিক সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, হামলাকারীরা কাশিফ নামের সেই ব্যক্তির উপর শুধু হামলা করেই ক্ষান্ত হয়নি, তারা তার দাড়ির কিছু অংশও কেটে দিয়েছে। হামলার সময় তারা ইসলাম নিয়ে বিদ্বেষ মূলক বিভিন্ন স্লোগানও দিতে থাকে।

পরবর্তীতে সেখানে মানুষজন একত্রিত হলে হামলাকারীরা পালিয়ে যায়। আহত অবস্থায় মোহাম্মদ কাশেফকে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়. সেখানে তার হাতের ক্ষত বন্ধ করতে ১৪ টি সেলাই দেওয়া হয়েছে।

[caption id="" align="alignnone" width="277"] হামলার পর কাশফের হাতের ক্ষত বন্ধ করতে ১৪ টি সেলাই করতে হয়েছে। ছবি: সিবিসি।[/caption]

স্যাস্কটুন শহরের পুলিশ ঘটনার সত্যতা স্বীকার করেছেন। তারা অপরাধীদের গ্রেফতারে দ্রুত সময়ের মধ্যে গ্রেফতারের কথা জানিয়েছেন।

স্যাস্কটুনের মেয়র এ ঘটনার নিন্দা জানিয়ে বলেছেন আমি হতবাক, কানাডায় দিনদিন এমন ঘটনা উদ্বেগজনকভাবে বেড়েই চলেছে। তিনি আরো বলেন, কানাডায় বর্ণবাদ ও বর্ণবৈষম্যের কোন জায়গা নেই, অভিযুক্তদের গ্রেফতার করে কঠোর শাস্তি দেওয়ার আশ্বাস জানান তিনি।

উল্লেখ্য, এর আগে গত ৬ জুন রোববার স্থানীয় সময় সন্ধ্যায় কানাডার অন্টারিও প্রদেশের লন্ডন শহরে একটি মুসলিম পরিবারের ওপর ট্রাক উঠিয়ে দিয়ে চারজনকে হত্যা করে এক সন্ত্রাসী। দেশটির পুলিশ একে পরিকল্পিত ও ইসলাম-বিদ্বেষী ঘটনা বলে আখ্যা দিয়েছে ।

[caption id="" align="alignnone" width="383"] হামলার আগে মোহাম্মদ কাশেফের চোয়াল ভর্তি দাড়ি দেখতে এমন ছিল। ছবি: সিবিসি।[/caption]

এক বিবৃতিতে কানাডার পুলিশ জানায়, নাথানিয়াল পূর্বপরিকল্পিতভাবে এ হত্যাকাণ্ডটি ঘটিয়েছিলেন। পরিবারটি মুসলিম বলে ঘৃণা থেকে প্ররোচিত হয়ে এ হামলাটি চালানো হয়েছে। ইসলামবিদ্বেষই হামলার একমাত্র উদ্দেশ্য বলে জানায় পুলিশ।

[caption id="" align="alignnone" width="361"]کاشف کے ہاتھ پر 14 ٹانکے آئے ہیں، فوٹو: ٹوئٹر কানাডায় ক্রমবর্ধমান ইসলামফোবিয়ার শিকার মোহাম্মদ কাশেফ।[/caption]

এছাড়াও কানাডার রাজধানী টরন্টোতে আরো একটি ইসলাম ফোবিয়ার ঘটনা ঘটেছে। যেখানে একজন নারী ও পুরুষ মিলে একটি মসজিদে জোরপূর্বক প্রবেশের চেষ্টা চালিয়েছেন। ওই দুই নারী ও পুরুষ মসজিদটিতে বিস্ফোরক জাতীয় কিছু রাখার চেষ্টা করেন। এসময় বাধা দিলে তারা মসজিদ কর্তৃপক্ষকে হুমকি দেন।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানিয়েছে,  খবর পেয়ে পুলিশ তাদের গ্রেফতার করেন। তবে আটককৃত ওই নারী ও পুরুষ নেশাগ্রস্ত ছিলেন দাবি পুলিশের।

সূত্র: এক্সপ্রেস নিউজ, সিবিসি, হাম নিউজ

এনটি


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ