মঙ্গলবার, ১১ মার্চ ২০২৫ ।। ২৬ ফাল্গুন ১৪৩১ ।। ১১ রমজান ১৪৪৬

শিরোনাম :

মাদরাসায় ‘বঙ্গবন্ধু কর্ণার’ না করলে এমপিও নয়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ‘বঙ্গবন্ধু কর্ণার’ স্থাপনের নির্দেশনা দেয়া হয়েছিল অনেক আগেই। প্রায় শতভাগ স্কুল-কলেজ এই নির্দেশনা পালন করলেও অনেক মাদরাসা এক্ষেত্রে অনীহা দেখাচ্ছে।

এ অবস্থায় নির্দেশনা বাস্তবায়নে কঠোর হচ্ছে সরকার। জানিয়ে দেয়া হয়েছে, যদি কোনো মাদরাসা বঙ্গবন্ধু কর্ণার স্থাপন না করে তাহলে তার এমপিও আটকে দেয়া হবে।

মাদরাসা শিক্ষা অধিদপ্তর জানিয়েছে, বারবার নির্দেশনা দেয়া হলেও অনেক মাদরাসা বিষয়টাতে কর্ণপাত করছে না। তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি, বঙ্গবন্ধু কর্ণার না করলে ওই মাদরাসাকে নতুন কোনো এমপিও দেয়া হবে না। এছাড়া বদলি, পদোন্নতি, উচ্চতর গ্রেড, উচ্চতর স্কেল, বিভিন্ন সংশোধনীর আবেদন করলে তা বিবেচনা করা হবে না।

এই হুঁশিয়ারি উচ্চারণ করে গত ২১ জুন একটি অফিস আদেশ পাঠানো হয়েছে। সেখানে বলা হয়েছে, ৩০ জুনের মধ্যে বঙ্গবন্ধু কর্ণার স্থাপন করে তার সচিত্র প্রমাণ মাদরাসা শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক বরাবর পাঠাতে হবে। তবে তার আগে সেই প্রমাণে প্রত্যয়ন নিতে হবে উপজেলা নির্বাহী অফিসার/উপজেলা শিক্ষা অফিসারের কাছ থেকে।

এরপরও যদি কেউ বঙ্গবন্ধু কর্ণার স্থাপনে ব্যর্থ হয় তাহলে আগামী জুলাই মাস থেকে ওই মাদরাসার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া শুরু হবে। এই কর্ণারে থাকবে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের ওপর লেখা বিভিন্ন বই, বঙ্গবন্ধুর বিভিন্ন ছবিসহ আরও অনেক ডকুমেন্টস।

ইসলামি আররি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ আহসান উল্লাহ বলেন, মাদরাসার শিক্ষার্থীদের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে এই উদ্যোগ নিয়েছে সরকার। এই কর্ণারের মাধ্যমে একজন শিক্ষার্থী মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী হবে। আর তাতে করে সে জঙ্গীবাদের দিকে ঝুঁকবে না।

-এটি


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ