মঙ্গলবার, ১১ মার্চ ২০২৫ ।। ২৬ ফাল্গুন ১৪৩১ ।। ১১ রমজান ১৪৪৬

শিরোনাম :

বড় ভাইসহ ১১ বিখ্যাত নাগরিককে আসামি করে মামলার হুমকি কাদের মির্জার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরকে এক নম্বর আসামি করে মামলা করার ঘোষণা দিয়েছেন তার ছোট ভাই বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা। কোম্পানীগঞ্জে আগামীতে সহিংসতায় কেউ মারা গেলে তিনি এ পদক্ষেপ নিতে চান বলে জানিয়েছেন।

শুক্রবার (২৫ জুন) দিবাগত রাত দেড়টায় এক ফেসবুক স্ট্যাটাসে এ ঘোষণা দেন বসুরহাট পৌরসভার মেয়র। পরে তিনি স্ট্যাটাসটি মুছে ফেললেও শনিবার সকাল ৮টায় আবারও তা পোস্ট করেন।

No description available.

ফেসবুক স্ট্যাটাসে আবদুল কাদের মির্জা বলেন, ‘কোম্পানিগঞ্জে আর যদি একটা মায়ের বুক খালি করা হয়, তাহলে এক নম্বর আসামি করা হবে ওবায়দুল কাদেরকে, দুই নম্বরে উপজেলা চেয়ারম্যান সাহাবদ্দিন, তিন নম্বরে একরাম চৌধুরী, চার নম্বরে নিজাম হাজারী, পাঁচ নম্বরে ওবায়দুল কাদেরের স্ত্রী ইসরাতুন্নেসা, ছয় নম্বরে নোয়াখালীর ডিসি, সাত নম্বরে নোয়াখালীর এসপি, আট নম্বরে কোম্পানিগঞ্জের ওসি, নয় নম্বরে কোম্পানিগঞ্জের ওসি তদন্ত, ১০ নম্বরে কোম্পানীগঞ্জের ইউএনও, এগারো নম্বরে কোম্পানীগঞ্জের এসিল্যান্ডকে আসামি করা হবে। তার পরে অন্যদের আসামি করা হবে।’

এমডব্লিউ/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ