শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪ ।। ৫ আশ্বিন ১৪৩১ ।। ১৮ রবিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
বাংলাদেশের গণতন্ত্র এখনো বিপদমুক্ত নয় : তারেক রহমান দেশের বিভিন্ন সেক্টরে অস্থিরতা সৃষ্টির পাঁয়তারা করছে পরাজিত শক্তি: চরমোনাই পীর ‘শিক্ষা কমিশনে দেশের সর্বমহলে শ্রদ্ধেয় আলেমদের অন্তর্ভুক্ত করতে হবে’ আলমডাঙ্গায় রাসূল (সা.)-কে নিবেদিত কবিতা পাঠ ছাত্র-জনতার ওপর গুলি বর্ষণকারী শাহবাগ থানা আ.লীগের সাংগঠনিক সম্পাদক গ্রেফতার পার্বত্য জেলায় চলমান পরিস্থিতি সম্পর্কে যা জানাল আইএসপিআর ঢাবিতে ছাত্র রাজনীতি নিষিদ্ধের সিদ্ধান্ত অযৌক্তিক : ইসলামী ছাত্র আন্দোলন স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র ছাড়া ইসরায়েলকে স্বীকৃতি দেওয়া হবে না: সৌদি যুবরাজ প্রেসিডেন্ট নির্বাচনে হারলে দায় বর্তাবে ইহুদিদের ওপর: ট্রাম্প পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে সরকার, সবাইকে শান্ত থাকার আহ্বান প্রধান উপদেষ্টার

গরিব দেশে টিকার সংকট, ধনী দেশগুলোর কাছে ডব্লিউএইচও’র আবেদন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তজাতিক ডেস্ক: বিশ্বের ধনী ও উন্নত দেশগুলোতে টিকাকরণ কর্মসূচি চলছে জোরেশোরে। বাদ যাচ্ছে না কমবয়সীরাও। কিন্তু, গরিব দেশগুলোকে টিকার জোগান দেবে কে? করোনা মোকাবিলায় গরিব দেশগুলোতে টিকা পাঠানোর জন্য ধনী দেশগুলোর কাছে আবেদন জানিয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) মহাপরিচালক টেড্রোস আধানম গ্যাব্রিয়াসুস। বার্তা সংস্থা রয়টার্সের খবরে এ কথা জানানো হয়।

সংবাদ সম্মেলনে ডব্লিউএইচও’র মহাপরিচালক বলেছেন, ‘গরিব দেশগুলোতে টিকার অভাবে কমবয়সীরা ঝুঁকির মধ্যে রয়েছে। ডেল্টা প্রজাতির করোনার প্রকোপে আফ্রিকায় পরিস্থিতির অবনতি হচ্ছে। গত এক সপ্তাহে সেখানে সংক্রমণ ও মৃত্যু প্রায় ৪০ শতাংশ বেড়ে গেছে। আফ্রিকার প্রায় সব দেশই উন্নয়নশীল। সেখানে পর্যাপ্ত টিকা নেই।’

করোনার দ্বিতীয় ঢেউ আছড়ে পড়ায় আফ্রিকার দেশগুলোতে টিকা রপ্তানি আপাতত বন্ধ রেখেছে ভারত। আর তাতেই সমস্যা আরও প্রকট হয়েছে। টেড্রোস আধানম আফ্রিকার অন্যতম গরিব দেশ ইথিওপিয়ার নাগরিক।

গরিব দেশগুলোতে করোনার টিকার সংকটের বিষয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক বলেন, ‘আমাদের বিশ্ব ব্যর্থ হচ্ছে। বিশ্ববাসী হিসেবে আমরা ব্যর্থ হচ্ছি।’

জাতিসংঘের স্বাস্থ্য সংস্থা ডব্লিউএইচও, গ্যাভি জোটসহ আন্তর্জাতিক অন্যান্য প্রতিষ্ঠানের সমন্বয়ে দরিদ্র দেশগুলোতে করোনাভাইরাসের টিকা পৌঁছাতে কাজ করছে ‘কোভ্যাক্স’ টিকা তহবিল। এ বছরের শেষ নাগাদ ২০০ কোটি টিকা দরিদ্র দেশগুলোতে পাঠানোর কথা এই জোটের। কিন্তু, টিকা প্রস্তুতকারক কোম্পানিগুলোর দিক থেকে সরবরাহে ধীরগতি এবং ধনী দেশগুলো নিজেদের স্বার্থের কথা ভেবে এই তহবিলে টিকা দিতে গড়িমসি করায় এ কার্যক্রম ব্যহত হচ্ছে।

সম্প্রতি ডব্লিউএইচওর করোনা বিষয়ক উপদেষ্টা ব্রুস অ্যালওয়ার্ড বলেছেন, ‘চলতি মাসে যুক্তরাজ্যের অ্যাস্ট্রাজেনেকা, ভারতের সেরাম ইনস্টিটিউট, যুক্তরাষ্ট্রের জনসন অ্যান্ড জনসন থেকে একটি টিকাও পাওয়া যায়নি।’

-এটি


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ