মঙ্গলবার, ১১ মার্চ ২০২৫ ।। ২৬ ফাল্গুন ১৪৩১ ।। ১১ রমজান ১৪৪৬

শিরোনাম :

রেললাইনে বসে গেম খেলার সময় ছুরিকাঘাতে যুবক খুন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: সাতকানিয়ায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে মোহাম্মদ আবদুল গনি প্রকাশ রকি (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার রাত দেড়টার দিকে উপজেলার সদর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের বসুমতির দীঘির পশ্চিম পাশে নির্মাণাধীন রেললাইনের উপর এ ঘটনা ঘটে।

নিহত রকি কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার হারবাং ৪নং ওয়ার্ড গোদারপাড় এলাকার মৃত আহমদ কবিরের ছেলে।

স্থানীয়রা জানান, রকি সাতকানিয়ার সদর ইউনিয়নের মনজুর আলমের ফার্নিচারের দোকানে কর্মচারীর কাজ করতেন। অধিকাংশ দিন ফার্নিচার দোকানের কাজ শেষে তিনি নির্মাণাধীন রেললাইনে বসে মোবাইলে গেম খেলতেন।

বৃহস্পতিবার রাত আনুমানিক দেড়টার সময় ওই জায়গায় দুর্বৃত্তরা তার মোবাইল ও টাকা কেড়ে নিতে চাইলে তিনি বাধা দেন। একপর্যায়ে দুর্বৃত্তরা রকির পেটে ছুরিকাঘাত করে পালিয়ে যায়।

রকির চিৎকারে স্থানীয়রা এসে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। কর্তব্যরত চিকিৎসক তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য পাঠান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার সকালে রকি মারা যান।

এ বিষয়ে সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, এ ঘটনায় কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

এনটি


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ